ইরান চুক্তি আপাতত বহাল রাখছেন ট্রাম্প
| প্রকাশের সময় : ১৪ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম
ইনকিলাব ডেস্ক : ছয়বিশ্ব শক্তির সঙ্গে ইরানের ২০১৫ সালের পারমাণবিক চুক্তিটি আপাতত বহাল রাখছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এটিই শেষবার বলে তিনি সতর্ক করেছেন। হোয়াইট হাউজের কর্মকর্তারা বলেছেন, চুক্তিটি পরিবর্তন না হলে ট্রাম্প এটি বাতিল করবেন। কিন্তু তার আগে তিনি মাত্র আর একবারের জন্যই এটি অনুমোদন করবেন। এতে করে চুক্তির শর্ত অনুযায়ী ইরান কিছু সময়ের জন্য নিষেধাজ্ঞা থেকেও ছাড় পাবে। নিষেধাজ্ঞার যে ছাড়পত্রে ট্রাম্প সই করবেন তাতে ইরানে আরো ১২০ দিনের জন্য মার্কিন নিষেধাজ্ঞা স্থগিত থাকবে। ট্রাম্প প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, ট্রাম্প চান মার্কিন কংগ্রেস এবং ইউরোপীয় মিত্র দেশগুলো ১২০ দিনের মধ্যে চুক্তিটি আরো পাকাপোক্ত করুক। রয়টার্স, বিবিসি।