Inqilab Logo

ঢাকা, মঙ্গলবার, ২০ নভেম্বর ২০১৮, ০৬ অগ্রহায়ণ ১৪২৫, ১১ রবিউল আউয়াল ১৪৪০ হিজরী
শিরোনাম

নোয়াখালির ভাষায় গান গাইলেন ঐশী

| প্রকাশের সময় : ১৭ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

বিনোদন রিপোর্ট: ফোক-রক ঘরানার তরুণ কণ্ঠশিল্পী ফাতিমা তুয যাহ্রা ঐশীর জন্ম ও বেড়ে ওঠা নোয়াখালীর মাইজদীতে। ঢাকায় এসে ডাক্তারি পড়ার পাশাপাশি গান নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। তিনি বরাবর ফোক ঘরানার গান করলেও এখন পর্যন্ত নিজ অঞ্চলের ভাষায় গান গাননি। সম্প্রতি প্রথমবারের মতো গাইলেন নোয়াখালীর ভাষায়। ঐশী জানান, উত্তম আকাশের চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া সিনেমার টাইটেল গানে কণ্ঠ দিয়েছেন তিনি। এর মাধ্যমে নিজের আঞ্চলিক ভাষায় প্রথম কোনও মৌলিক গানে কণ্ঠ দিয়েছেন। গানটি লিখেছেন সুদীপ কুমার দ্বীপ। সংগীত পরিচালনার পাশাপাশি গানটিতে ঐশীর সঙ্গে কণ্ঠ দিয়েছেন শাহরিয়ার রাফাত। ঐশী বলেন, নোয়াখালী অঞ্চলের মূল শহর মাইজদীতে আমার জন্ম, বেড়ে ওঠা। নিজ অঞ্চলের ভাষার প্রতি অন্য রকম টান রয়েছে। সেই ভাষায় কোনও সিনেমার জন্য গাওয়া হবে- সেটা ভাবিনি। খুব ভালো একটা গান হয়েছে। বেশ মজা পেয়েছি। 

Show all comments
  • নিজাম ১৭ জানুয়ারি, ২০১৮, ৩:২৭ এএম says : 0
    তরুণ কণ্ঠশিল্পী ফাতিমা তুয যাহ্রা ঐশীর জন্য রইলো অনেক অনেক শুভ কামনা
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ