Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

পাকিস্তানের আসন্ন নির্বাচনে প্রার্থী হচ্ছেন মরিয়ম নওয়াজ?

| প্রকাশের সময় : ২০ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম


ইনকিলাব ডেস্ক : পাকিস্তানে চলতি সালের সাধারণ নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করার সিদ্ধান্ত নিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মেয়ে মরিয়ম নওয়াজ। নওয়াজের দল পিএমএল-এন সূত্রকে উদ্ধৃত করে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন খবরটি জানিয়েছে। অবশ্য, মরিয়ম এখন পর্যন্ত এই খবর স্বীকার কিংবা অস্বীকার কোনওটিই করেননি। পানামা পেপারস কেলেঙ্কারি মামলায় অভিযুক্ত হয়ে সুপ্রিম কোর্টের রায়ে প্রধানমন্ত্রী পদে অযোগ্য ঘোষিত হওয়ার পর পদত্যাগ করেন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। এরপর তার আসনটি শূন্য হয়। ১৭ সেপ্টেম্বর শূন্য আসনে অনুষ্ঠিত নির্বাচনে পিএমএলএন-এর হয়ে প্রতিদ্ব›িদ্বতা করে জয় পান নওয়াজের স্ত্রী কুলসুম। দলীয় সূত্রকে উদ্ধৃত করে ডন জানিয়েছে, নওয়াজের আসন এনএ-১২০ এ ২০১৮ সালের নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করবেন তার মেয়ে মরিয়ম। প্রাদেশিক পরিষদের পিপি-১৪০ আসনের জন্যও প্রচারণা চালাতে পারেন তিনি।
৪৪ বছর বয়সী মরিয়ম নওয়াজের জন্ম ১৯৭৩ সালের ২৮ অক্টোবর লাহোরে। ১৯৯৯ সালে এক অভ্যুত্থানের মধ্য দিয়ে তার পরিবারকে নির্বাসিত করার পর রাজনীতিতে আগ্রহী হয়ে ওঠেন মরিয়ম। আর গত বছর তার বাবা নওয়াজ শরিফকে প্রধানমন্ত্রিত্বের অযোগ্য ঘোষণা করার পর রাজনীতিতে আরও সক্রিয় হয়ে ওঠেন তিনি। গত বছর এনএ-১২০ আসনের উপনির্বাচনে মায়ের জন্য প্রচারণা চালিয়েছিলেন তিনি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ