Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

ক্যাপ্টেনসি নিয়ে ভাবছেন মাশরাফি!

প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

শামীম চৌধুরী, কোলকাতা(ভারত) থেকে : ভারতে এসেই পড়তে হচ্ছে মাশরাফিকে বিব্রতকর পরিস্থিতির মুখে। তাসকিনের উপর অবিচার মেনে নিতে না পেরে কেঁদেছেন অঝোরেÑ অধিনায়কের এই আবেগ প্রকাশকে কেউ কেউ দেখছেন না ভাল চোখে। সমব্যথী ঠিকই, তবে তা প্রকাশ করবেন কেন? এটাই প্রশ্ন। আবেগ নয়, বাস্তবতাকে মেনে নিয়ে চ্যালেঞ্জটা বড়, বেঙ্গালূরুতে ভারতের বিপক্ষে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে সাকিব প্রকারান্তরে মাশরাফির সেই ভুলটাই দিয়েছেন ধরিয়ে। বেঙ্গালুরুতে ভারতের বিপক্ষে হাতের মুঠো থেকে ম্যাচ হাতছাড়া হওয়ায় পুরো দল যখন মুষড়ে পড়েছে, তখন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনীকে অনুকরণ করার কথাই ভাবছেন মাশরাফিÑ ‘আবেগ ব্যক্তি ভেদে বিভিন্ন ধরনের হয়ে থাকে। কখনো কখনো আবেগের মূল্য আছে। ধোনী কিভাবে আবেগ নিয়ন্ত্রণ রাখে, সেভাবে আবেগকে সংযত রাখা কিভাবে যায়, তা ভাবছি।’
অধিনায়কের এই আবেগী হয়ে পড়াটা ভারত মিডিয়া নেয়নি ভালভাবে। নিজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ম্যাচকে সামনে রেখে ভারতের এক সাংবাদিকের প্রশ্নÑ ‘ক্যারিয়ার নিয়ে কি ভাবছেন ?’ এমন প্রশ্নের মুখোমুখি হতে হবে, সে প্রস্তুতি ছিল না মাশরাফির। প্রশ্নকারীর কৌতুহলের মেটাতে তাই বলেছেনÑ ‘এটা নিয়ে বাসায় গিয়ে ভাববো।’ এমন উত্তরটা যে একটু বেশিই কৌতুহলী করে তুলেছে বাংলাদেশ মিডিয়াকে। টি-২০ বিশ্বকাপের সুপার টেনের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে তার বোলিংটা ভাল হয়নি, কিন্তু ভারতের বিপক্ষে ৪-০-২২-০, বেঙ্গালুরুর ব্যাটিং ফ্রেন্ডলী উইকেটে এমন বোলিংয়ের পর মাশরাফির টি-২০ ক্যারিয়ার নিয়ে প্রশ্ন উঠবে কেন? চলমান টি-২০ বিশ্বকাপে হয়ে যাওয়া ৬ ম্যাচে উইকেট মাত্র ২টি, কিন্তু ওভারপ্রতি মিতব্যয়ী বোলিংয়ে তো সাব্বির রহমান রুম্মান (৫.৩৩), তাসকিনের (৬.১০) পর গুনতে হচ্ছে মাশরাফিকে (৬.৮৫)।
যে ছেলেটির ক্যাপ্টেনসি ক্যারিয়ারে ওয়ানডেতে ২৩ ম্যাচে ১৮ জয়ে বিস্ময় দলে আবির্ভূত বাংলাদেশ, টি-২০তেও ২০ ম্যাচে ৯ জয়ে পরাশক্তিদের কাঁপুনি ধরিয়ে দিচ্ছে, তার ক্যারিয়ার নিয়ে প্রশ্ন উঠবে কেন? হাঁটুর লিগামেন্টে পাঁচ পাঁচবার অস্ত্রোপচারে টেস্টে ফেরার আশা ছেড়ে দিয়ে একদিবসীয় এবং টুয়েন্টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটে মনোযোগী মাশরাফির হাতে অধিনায়কের ভার তুলে দিয়ে বিসিবি নির্ভার। তৃতীয় মেয়াদে ক্যাপ্টেনসি’র বয়স মাত্র ১৫ মাস। এই সময়ে ওয়ানডে, টি-২০ মিলিয়ে ২৭টি জয় কি কম কথা? বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালিস্ট বাংলাদেশ, হোমে পাকিস্তান, ভারত, দ.আফ্রিকার মতো শক্তিধর ক্রিকেট দলের বিপক্ষে ওয়ানডে ইতিহাসে প্রথম সিরিজ জয়, পাকিস্তানের বিপক্ষে উপর্যুপরি ২টি টি-২০ ম্যাচ জয়, শ্রীলংকার বিপক্ষে টি-২০তে প্রথম জয়, এসব সাফল্য কম কিসের? অথচ, টি-২০ বিশ্বকাপে সুপার টেন এ পাকিস্তান,অস্ট্রেলিয়া এবং ভারতের কাছে বাংলাদেশ দল হেরে যাওয়ায় মাশরাফির ক্যাপ্টেনসির গৌরবোজ্জ্বল অধ্যায়টা কি ভুলে যাওয়া যায়? যার নেতৃত্বে বাংলাদেশের সাফল্যাঙ্ক সবচেয়ে বেশি, তিন ফরমেটের আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে ৫১ ম্যাচে ৩০ জয়ের পরও কেন অধিনায়ত্ব নিয়ে উঠবে প্রশ্ন।
মাশরাফিও মিডিয়াকে এই নিকট অতীতের কথাই মনে করিয়ে দিয়েছেনÑ ‘টি-টোয়েন্টিতে যদি বাংলাদেশের অতীত রেকর্ড দেখেন, সেখানে আমরা ভালো অবস্থানে আছি, সেটাই কিন্তু দেখতে পাবেন। টি-টোয়েন্টি আমরা তুলনামূলক কম খেলি। জানুয়ারিতে জিম্বাবুয়ের সিরিজ থেকে আমরা টানা টি-টোয়েন্টি খেলা শুরু করেছি।’
তবে টি-২০তে নির্দিষ্ট পজিশনের জন্য স্পেশালিস্ট ক্রিকেটার দরকার, সেই প্রয়োজনটা অনুভব করছেন মাশরাফিÑ ‘টি-টোয়েন্টি এমন একটি খেলা যেখানে নির্দিষ্ট জায়গায় বিশেষ খেলোয়াড় দরকার। আমরা ওইদিকেই যাচ্ছি। যেটা একেবারেই ছিলো না। কয়েকজন নতুন খেলোয়াড় আসাতে আমাদের দলটা ভালো হচ্ছে। এটা এমন একটি খেলা। কোন একজন নির্দষ্ট খেলোয়াড় তৈরি করতে পারে না। একজন খেলোয়াড় যখন নিজেকে তৈরি করে তখন টেস্ট খেলোয়াড় হিসেবে করে। এরপর ওয়ানেড এবং টি-টোয়েন্টি ফরম্যাটের কথা চিন্তা করে। কিছুটা গ্যাপ ছিলো, ওই গ্যাপটা এখন অনেক পূরণ হয়েছে।’
হাতুরুসিংহে-মাশরাফি জুটিটা চলুক আরো ক’বছর। এমনটাই চাইছে বিসিবি। কিন্তু মাশরাফি কি চাইছেন তা? অন্তত: টি-২০ বিশ্বকাপ মিশন শেষ হওয়ার আগে এমন কোন ঘোষণা দিয়ে দলের উপর নেতিবাচক প্রভাব পড়–ক, তা চাইছেন না মাশরাফিÑ ‘কাল (আজ) গুরুত্বপূর্ণ একটি ম্যাচ আছে আমাদের। আপাতত: সেদিকেই পুরো মনোযোগ দিচ্ছি। টি-২০ ক্রিকেট এরপরও আর খেলব কিনা, সেসব নিয়ে ভাবার অনেক সময় পাব।’
টি-২০ বিশ্বকাপে সুপার টেনের বাংলাদেশকে দেখে হতাশ যারা, তাদেরকে আশার বাণী শুনিয়েছেন মাশরাফিÑ ‘আমরা ভুল করেছি, এটা অস্বীকার করার কোন কারণ নেই। আমি আগেও বলেছিলাম বাংলাদেশের ক্রিকেট ম্যাচ এখানেই থেমে থাকবে না। নিশ্চই আমাদের সামনে ভালো কিছু অপেক্ষা করছে।’



 

Show all comments
  • Tafazzalhossin Monir ২৬ মার্চ, ২০১৬, ১১:২৫ এএম says : 0
    সারাজীবন কি আপনি থাকবেন নাকি ভেবে কোনো লাভ নাই এক জনের পড় আরেক জন আসবে
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্যাপ্টেনসি নিয়ে ভাবছেন মাশরাফি!
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ