Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

কষ্ট ভুলতে ইতিবাচক ক্রিকেটের প্রত্যয়

প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা, কোলকাতা থেকে : তাসকিনের প্রতি অবিচারে কেঁদেছেন মাশরাফি, কাঁদিয়েছেন তিনি সবাইকে। ভেঙে পড়া খেলোয়াড়দের মনোবল ফিরিয়ে আনতে পরপর ২টি ম্যাচে দারুণ খেলেও পেতে হয়েছে কষ্ট। বেঙ্গালুরে পরপর তিনবার খেতে হলো ধাক্কা! তবে তাসকিনের প্রতি অবিচারের জবাবটা দিতে প্রতিপক্ষ ভারতকে বেছে নিয়ে, জয়ের স্বপ্ন দেখা ম্যাচে শেষ তিন বল ট্র্যাজেডীতে হারতে হবে ১ রানে, সেটাই যে মেনে নিতে পারছে না বাংলাদেশ দলের কেউ! ২ দিন আগে বেঙ্গালুরুর ট্র্যাজেডী এতোটাই শোকাচ্ছন্ন করেছে যে, কোলকাতায় এই দু’দিনেও ক্রিকেটারদের হাঁটা-চলায় বিষাঁদের ছায়া! কারো মুখে নেই হাসি। ভারতের কাছে হেরে আজ ইডেন গার্ডেনসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি নিয়ম রক্ষার। তবুও ওই হারটাই যে সামনে এনেছেন মাশরাফি মিডিয়ার সামনেÑ ‘যেভাবে আমরা সর্বশেষ ম্যচটি হেরেছি, তার ব্যাখ্যা দেয় যাবে না। খেলোয়াড়দের কারো মুখে কোন কথা নেই। যদি ওই ম্যাচটির জন্য দুঃখ প্রকাশ করি, তাও যথেষ্ট হবে না। ভারতের মাটিতে ভারতের বিপক্ষে ৪০ হাজার সমর্থকের সামনে খেলে জয়ের সম্ভাবনা যেখানে ছিল আমাদের, সেখানে হারব কেন? সবাই হতাশ। সবাই শোকের মধ্যে আছে। সবাই কিন্তু আপসেট। কেউ কাউকে দোষ দিচ্ছে না। কিন্তু মেনেও নিতে পারছে না কেউ।’
শেষ ম্যাচে সান্ত¦নার জয় নিয়ে দেশে ফেরার সংকল্প বাংলাদেশ অধিনায়কের। নিউজিল্যান্ডের বিপক্ষে অতীতে তিনটি টি-২০’র তিনটিতেই হারের অতীত,যার মধ্যে ২টির ব্যবধান বেশ বড়। ভারত,অষ্ট্রেলিয়া,পাকিস্তানকে হারিয়ে সবার আগে ট’র্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত করা নিউজিল্যান্ডের টি-২০ র‌্যাংকিংও সমীহ করার মতো। তিন নম্বর র‌্যাংকিংধারী এই দলটির সঙ্গে ১০ নম্বরের লড়াইটি অসম মনে করছেন যারা, তাদেরকে ধারনা ভুল প্রমানের চ্যলেঞ্জটা নিয়েছেন মাশরাফি। তবে তার আগে খেলোয়াড়দের মনোবল ফিরিয়ে আনাটাই তার প্রধান চ্যালেঞ্জÑ ‘মানিসক ভাবে ফিরে আসাটা এই মুহুর্তে কঠিন। তবে খেলোয়াড় হিসেবে ওখানে পড়ে থাকাটা ঠিক হবে না। বরং এই ভুল থেকে আমরা শিক্ষা নিতে পারি। আমার বার্তা পরিষ্কার, এটা নিয়ে চিন্তা করে কোন লাভ নেই। কারণ, এটা আর ফিরে আসবে না। সামনে আমাদের আরও একটি ম্যাচ বাকি আছে, ওখানেই ফোকাস দিতে হবে। বাসার সবার সঙ্গে কথা হয়েছে। প্রত্যেকটা মানুষই ভেঙ্গে পড়েছে। চেষ্টা করবো সামনের ম্যাচটায় আমাদের সেরা খেলাটা খেলার। যদি সুযোগ থাকে ম্যাচটা জেতার। আমি আশা করি সামনে এমন আরও ভালো কিছু থাকবে।’
নিজেদের চেনা-জানা বাউন্সি উইকেট থেকে ভারতের কন্ডিশনের সঙ্গে দারুনভাবে খাপ খাইয়ে নিয়ে টি-২০ বিশ্বকাপের চলমান আসরে হাওয়ায় উড়ছে নিউজিল্যান্ড। তা মানছেন মাশরাফিও- ‘নিউজিল্যান্ড দল হিসেবে এই কন্ডিশনে যেমনই হোক। তারা কন্ডিশনের সঙ্গে খুব ভালো ভাবে মানিয়ে নিয়েছে। তারা এই টুর্নামেন্টে খুব ভালো অবস্থায় আছে। আমাদের এই মুহূর্তে হারানোর কিছু নেই। আশা করি আমরাও ভালো ক্রিকেট খেলতে পারবো।’
সুপার টেন এ অষ্ট্রেলিয়া এবং ভারতের বিপক্ষে ম্যাচের পারফমেন্স থেকে টনিক নিয়ে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ার সংকল্প বাংলাদেশ অধিনায়কেরÑ ‘পাকিস্তানের বিপক্ষে ম্যাচটার কথা বাদ দিলে আমরা অষ্ট্রেলিয়া ও ভারতের সঙ্গে ভালো ক্রিকেট খেলেছি। ভারতের সঙ্গে আমরা মনে করি, শেষ পর্যন্ত ম্যাচে ছিলাম। এবং অষ্ট্রেলিয়ার রান রেট প্রয়োজন ছিলো, এজন্য নিজেদের অনেক পুশ করেছিলো। তারপরও ওই অবস্থা থেকে আমরা খুব একটা খারাপ ক্রিকেট খেলিনি। শেষ দুইটা ম্যাচ আমরা ভালো ক্রিকেট খেলেছি। ওখানে অনেক ইতিবাচক জিনিস আমরা অর্জন করেছি। এইসব যদি আমরা নিউজিল্যান্ডের বিপক্ষে প্রদর্শন করতে পারি। সেক্ষেত্রে ভালো সম্ভাবনা আছে আমাদের।’
ভারতীয় বংশোদ্ভুত লেগ স্পিনার ইস সোধীর কাছেই হেরেছে ভারত, অষ্ট্রেলিয়া, পাকিস্তান। সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করেও গ্রæপ রাউন্ডের শেষ ম্যাচে প্রতিপক্ষ বাংলাদেশ ভাবাচ্ছে এই লেগ স্পিনারকে। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে গতকাল সেই ভাবনার কথাই বলেছেন সোধিÑ ‘সত্যি বলতে এ কন্ডিশনে কিভাবে খেলতে হয় তা খুব ভালোভাবে জানে বাংলাদেশ। আমরা তাদের সঙ্গে আগেও এই ধরণের কন্ডিশনে খেলেছি। তারা সব সময়ই ভালো প্রতিপক্ষ। ভারতের বিপক্ষে ম্যাচটি বিবেচনা করলেই বোঝা যায় এই ধরণের কন্ডিশনে বাংলাদেশ কতটা শক্তিশালী। তারা ভারতের বিপক্ষে ম্যাচ শেষ পর্যন্ত টেনে নিয়ে গেছে। আমি মনে করি বাংলাদেশকে কেউই হালকাভাবে নিচ্ছে না।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কষ্ট ভুলতে ইতিবাচক ক্রিকেটের প্রত্যয়
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ