ফুলপুর পৌরসভা নির্বাচন: বিএনপি প্রার্থীর মতবিনিময় সভা

ময়মনসিংহের ফুলপুর পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী বর্তমান মেয়র মোঃ আমিনুল হক বুধবার বিকাল থেকে
চট্টগ্রাম ব্যুরো : মাদকের আখড়া খ্যাত বরিশাল কলোনীতে অভিযান চালিয়ে ইয়াবা, ফেনসিডিল ও অস্ত্র উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল (শনিবার) দুপুরে এ অভিযানে আবুল হোসেন (৪৫) নামে এজনকে গ্রেফতার করা হয়। সে নগরীর তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী ইউসুফের সহযোগী। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো উপ-অঞ্চলের উপ-পরিচালক শামীম আহমেদ জানান, গ্রেফতারকৃত ব্যক্তি ইউসুফের মাদক বিক্রি করেন পাশাপাশি বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে সরবরাহ করে। অভিযানে দুই হাজার ৩শ পিস ইয়াবাসহ আবুল হোসেনকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদের পর দেখানো স্থান থেকে মাটি খুঁড়ে ৫শ বোতল ফেনসিডিল ও এক রাউন্ড গুলিসহ একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদক ও অস্ত্র আইনে সদরঘাট থানায় পৃথক দুইটি মামলা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।