Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বনভোজন ৩০ জানুয়ারি

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ২২ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

আশিক বন্ধু: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বার্ষিক বনভোজন আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে রাজধানীর ৩০০ ফিট সংলগ্ন গাজীপুরের কালীগঞ্জে মেঘবাড়ি রিসোর্টে। ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। তারকাদের মিলনমেলা যেন সুন্দরভাবে সবার সহযোগিতায় সম্পন্ন হয়, সেদিকে জোর দেওয়া হচ্ছে বলে জানা যায়। এবারের মিলনমেলা অন্যান্য বছরের তুলনায় ব্যাপক আয়োজনে সুশৃঙ্খলভাবে করার উদ্যোগ নেয়া হয়েছে। শিল্পী সমিতির সাধারন সম্পাদক জায়েদ খান বলেন, ‘সবার ভালবাসা ও দোয়ায় এবারের বনভোজন হবে মুখরিত, জমকালো ও সেরা আয়োজন। অনেক সুন্দরভাবে সাজানো থাকবে সারাদিনের পিকনিকের অনুষ্ঠানসূচী। এদিন আমরা শিল্পীরা মিলিত হবো প্রাণের বন্ধনে। এমন বর্ণীল দিন যেন সবার মন ছুঁয়ে যায়, সেদিকে আমরা নজর দিচ্ছি। অনুষ্ঠানে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন খেলাধুলা যেমন লাঠি খেলা, ফুটবল খেলা, আতশবাজি সহ নানা চমক থাকবে এবারের পিকনিকে। আয়োজনের অন্যতম একটি দিক হচ্ছে, নায়ক-নায়িকা এবং ভিলেনদের মধ্যে ফুটবল খেলা। আয়োজন সম্পন্ন করতে আমি সবার সম্মিলিত আন্তরিকতা আশা করছি। সফলভাবে যাতে বনভোজন সম্পন্ন করতে পারি- তার জন্য শিল্পী সমিতির সবার অংশগ্রহন কামনা করছি। দিনব্যাপী আয়োজনের আনন্দের কোন কমতি থাকবেনা বলে জানা যায়। ৩০ জানুয়ারি সকাল থেকে এফডিসি থেকে গাড়ি ছেড়ে যাবে বনভোজনের লোকেশনের উদ্দেশ্যে। চলচ্চিত্র শিল্পী, চলকিচ্চিত্র পরিবারসহ সাংবাদিকদের আহবান জানানো হয়েছে র্বণাঢ্য এই আয়োজনে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ