Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সংযম প্রদর্শন করুন তুরস্ককে যুক্তরাষ্ট্র

| প্রকাশের সময় : ২৩ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : কুর্দি মিলিশিয়া গ্রুপ ওয়াইপিজি’র বিরুদ্ধে বড় ধরনের অভিযানে নেমেছে তুরস্ক। ওয়াইপিজিকে তুরস্ক সন্ত্রাসী গ্রুপ হিসেবে বিবেচনা করে এবং আফলির অঞ্চল থেকে এই গ্রুপকে হটিয়ে দেয়াই এই অভিযানের মূল লক্ষ্য।
তবে, তুরস্ককে সংযম প্রদর্শনের আহŸান জানিয়ে যুক্তরাষ্ট্র বলেছে, এই অভিযানে বেসামরিক নাগরিকদের যেনো ক্ষয়-ক্ষতি না হয় সেদিকে খেয়াল রাখতে। আর আশু যুদ্ধ বিরতির জন্য দাবি জানিয়েছে ফ্রান্স। কুর্দি মিলিশিয়াদের বিরুদ্ধে কঠোর অভিযানের অংশ হিসেবে তুরস্কের স্থল বাহিনী সিরিয়ার উত্তরাংশে প্রবেশ করেছে। ওয়াইপিজি নামে পরিচিত এই কুর্দি মিলিশিয়া গ্রুপটি তুরস্কের দক্ষিণ সীমান্ত ছাপিয়ে সিরিয়ার আফরিন অঞ্চল জুড়ে সক্রিয় রয়েছে। ‘ওলিভ ব্রাঞ্চ’ নামে রবিবারে শুরু হওয়া এই অভিযানের মূল লক্ষ্য আফরিন অঞ্চল থেকে কুর্দি এই বাহিনীকে হঠিয়ে দেওয়া। ওয়াইপিজি অবশ্য বলছে, তুরস্কের বাহিনীকে তারা সেই এলাকায় প্রতিহত করতে পেরেছে এবং টার্কিশ বাহিনীকে তুরস্ক-সীমান্তে সমুচিত জবাব দিয়েছে। মার্কিন ভাষ্য মতে, সিরিয়ায় ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াই করে আসছিলো মার্কিন সমর্থনপুষ্ট এই ওয়াইপিজি গ্রুপ। তুরস্ক বিশ্বাস করে যে, এই বাহিনীটির সাথে নিষিদ্ধ ঘোষিত উগ্র গোষ্ঠী কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে-এর একটা সংযোগ রয়েছে। তাই এই কুর্দি মিলিশিয়া বাহিনীকে সমূলে যত দ্রæত সম্ভব বিনাশ করার প্রতিজ্ঞা নিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান। কিন্তু, তুরস্ককে সংযম প্রদর্শনের জন্য তাগিদ দিয়ে যুক্তরাষ্ট্র বলেছে, বেসামরিক মানুষদের ক্ষয়-ক্ষতি যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখতে। আর যুদ্ধবিরতির আহŸান জানানো ফ্রান্স সোমবারে জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলে এক জরুরি বিতর্কের জন্য ডাক দিয়েছে। সূত্র : বিবিসি।



 

Show all comments
  • kasham ২৩ জানুয়ারি, ২০১৮, ১১:২৩ এএম says : 0
    nigeder opokormo fash hoye jabe bole turkey ke sereay dhukte decce na US.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ