Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

২০১৪ সালে ৫ ও ৭৫ এর ২৫ জানুয়ারি চিরলঙ্কের দুটি দিন, টুইটে খালেদা জিয়া

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ জানুয়ারি, ২০১৮, ৩:৫৬ পিএম | আপডেট : ৫:৪৯ পিএম, ২৫ জানুয়ারি, ২০১৮

২৫ জানুয়ারি ও ৫ জানুয়ারিকে বাংলাদেশের ইতিহাসে চির কলঙ্কের দুটি দিন বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। টুইট বার্তায় তিনি বলেন, ‘জানুয়ারি ২৫, ১৯৭৫ একদলীয় স্বৈরশাসন বাকশাল প্রতিষ্ঠা আর জানুয়ারি ৫, ২০১৪ ভোটারবিহীন নির্বাচন – বাংলাদেশের ইতিহাসে চিরকলঙ্কের দুটি দিন। অগণতান্ত্রিক শাসন টিকে থাকে না কিন্তু ইতিহাসে কলঙ্ক থেকেই যায়।,

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুর পৌনে দুইটার দিকে নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে এক টুইট বার্তায় তিনি এসব মন্তব্য করেন।

১৯৭৫ সালের এই দিনে জাতীয় সংসদে কয়েক মিনিটের মধ্যে বহুদলীয় গণতন্ত্রের পরিবর্তে একদলীয় শাসন বাকশাল প্রতিষ্ঠা করা হয়। বাকশালের পূর্ণ নাম ‘বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ’।

বাংলাদেশের সংবিধানের চতুর্থ সংশোধনীবলে বহুদলীয় সংসদীয় সরকার পদ্ধতি পরিবর্তন করে রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থা প্রবর্তন করা হয় এবং দেশের সব রাজনৈতিক দল বিলুপ্ত করে বাকশাল নামক এই একক রাজনৈতিক দল গঠন করা হয়। বাকশাল ব্যবস্থায় দলের চেয়ারম্যানই সর্বময় ক্ষমতার অধিকারী। দিনটিকে গণতন্ত্র হত্যা দিবস হিসেবে পালন করে আসছে জাতীয়তাবাদী দল বিএনপি



 

Show all comments
  • হাবিব ২৫ জানুয়ারি, ২০১৮, ৫:১৫ পিএম says : 2
    খালেদা জিয়া আপনার ১৯৯৬ election কিভাবে নিবেন ?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খালেদা জিয়া

২২ ফেব্রুয়ারি, ২০২৩
২০ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ