Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

কমলাপুর রেল লাইনে পা কাটা গেল জবি ছাত্রীর

| প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : রাজধানীর কমলাপুরে ট্রেনে কাটা পড়ে দুই পা হারিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুবিনা আক্তার (২২)। রেললাইন ধরে হাটার সময় মাথা ঘুরে পড়ে গেলে তখন ওই লাইন ধরে যাওয়া একটি ট্রেনের ইঞ্জিনে কাটা পড়ে দু’পা হারান তিনি। গতকাল রোববার দুপুর ২টার দিকে কমলাপুর রেলওয়ে স্টেশনের ৫ নম্বর প্লাটফর্ম সংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। তাকে দ্রæত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠায় রেলওয়ে থানা (কমলাপুর) পুলিশ। ঢামেকের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. আলাউদ্দিন জানান, ট্রেনে কাটা পড়ে রুবিনার হাঁটু থেকে দুই পা আলাদা হয়ে গেছে। তার অবস্থা গুরুতর। চিকিৎসা চলছে। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী রুবিনার দুই পা হারানোর খবর পেয়ে জরুরি বিভাগে আসেন ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন। তিনি নিজেই ঢামেকের বøাড ব্যাংকের সঙ্গে কথা বলে দ্রæত রুবিনার জন্য প্রয়োজনীয় রক্তের ব্যবস্থা করেন। সব ধরনের চিকিৎসারও নির্দেশ দেন ঢামেক পরিচালক। ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) ওসি ইয়াসিন ফারুক জানান, স্টেশনের ৫ নম্বর প্লাটফর্ম সংলগ্ন রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় রুবনা মাথা ঘুরে পড়ে যান। এসময় ওই রেললাইন ধরে একটি ট্রেনের ইঞ্জিন ঘোরানো হচ্ছিল। সেই ইঞ্জিন রুবিনার পায়ের ওপর দিয়ে চলে যায়। এতে রুবনার হাঁটু থেকে দুই পা আলাদা হয়ে যায়। রুবিনা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থী। তিনি পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার রবিউল ইসলামের মেয়ে। সদরঘাট এলাকায় একটি মেসে থেকে পড়াশোনা করতেন তিনি। ধারণা করা হচ্ছে, রুবিনা ট্রেনে করে বাড়ি যাওয়ার জন্য কমলাপুর স্টেশনে এসেছিলেন। এর আগে গত ২২ জানুয়ারি সিরাজগঞ্জ রেল স্টেশন থেকে ট্রেনে ওঠার সময় পড়ে গিয়ে দুই পা থেতলে যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শফিকুল ইসলামের (২২)।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ