দালালদের খপ্পরে পড়ে ক্লিনিকে শিশুর মৃত্যু
রাজধানীর মোহাম্মদপুরে বাবর রোডের একটি ক্লিনিকে ভুল চিকিৎসায় আতিকা (৬) নামে এক শিশুর মৃত্যুর অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা। পরিবারের সদস্যরা পঙ্গু হাসপাতালের সামনে দালালের খপ্পরে
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৬ কেজি স্বর্ণসহ এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। আটককৃত সৌমিক দত্ত রোববার রাত সাড়ে ১২টায় Regent Airways Gi RX-785তে করে ঢাকায় আসেন।
কাস্টম হাউজ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টম হাউজের একটি দল গ্রীন চ্যানেল ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে সতর্ক অবস্থান নেয়। যাত্রী সৌমিক দত্ত বিমান হতে নেমে গ্রীন চ্যানেল অতিক্রমকালে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বর্ণ ও অন্যান্য শুল্ক কর আরোপযোগ্য পণ্য থাকার বিষয়ে অস্বীকার করেন। পরবর্তীতে তার নিকট থেকে একটি ওয়াটার ডিস্পেন্সার উদ্ধার করা হয়। যার কম্প্রেসারের মধ্যে ছোট ছোট বল আকৃতির প্রায় ৬ কেজি (৫.৯৫০ কেজি) স্বর্ণ উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩ কোটি টাকা।
কাস্টম হাউজ আরো জানিয়েছে, আটককৃত সৌমিক দত্তকে ফৌজদারি মামলা দায়েরপূর্বক বিমানবন্দর থানায় হস্তান্তর করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।