Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

সিলেটে ত্রিমুখী সংঘর্ষ

সিলেট অফিস | প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০১৮, ৩:৪৯ পিএম | আপডেট : ৯:৩০ পিএম, ৮ ফেব্রুয়ারি, ২০১৮

জিয়া অরফানেস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ডের রায় ঘোষণায় সিলেটে বিএনপি-আওয়ামী লীগ ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষ হয়েছে।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে নগরের বিভিন্ন এলাকায় এ সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ বিএনপি-আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।
পুলিশ জানায়, রায় ঘোষণার পরপরই আদালত চত্তরে থাকা নেতাকর্মীরা পুলিশ লক্ষ করে ইটপাটকেল ছোড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে। এসময় ধাওয়া পাল্টা-ধাওয়ায় বিএনপির নেতাকর্মীরা একাধিক গ্রুপে ছড়িয়ে পড়লে নগরের বিভিন্ন এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
এছাড়া আদালতের বিপরীতে অবস্থান নেওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা এগিয়ে এলে শুরু হয় বিএনপি-আওয়ামী লীগ ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষ। সংঘর্ষে ককটেল ও গুলিও শব্দ পাওয়া গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংঘর্ষ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ