Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

ভৌতিক কাহিনী নিয়ে নাটক আতংক

| প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম


বিনোদন ডেস্ক: সম্প্রতি কাজী সাইফ আহমেদের পরিচালনায় নির্মিত হয়েছে খÐ নাটক আতংক। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ফারিয়া শাহরিন, নাঈম এবং ঐন্দ্রিলা আহমেদ। নাটকটি রচনা করেছেন অনুরূপ আইচ। ১৯৯৬ সালের প্রেক্ষাপটে নাটকটির গল্প আবর্তিত হয়েছে। তখন আমাদের পরিবারের মেয়েদের মাঝে বিয়ের ব্যাপারে লন্ডনে থাকা ছেলেদের প্রতি বেশ আকর্ষণ থাকতো। সে সময় মোবাইল বা ইন্টারনেট আসেনি। বড়লোক পরিবারের ছেলে মেয়েদের প্রেমের ক্ষেত্রে বিশেষ উপায় হিসেবে ছিল টেলিফোন। এছাড়া প্রেমের বাহন ছিল চিঠি। টেলিফোনেই প্রেম হয়ে গিয়েছিল ফেরদৌস ও শ্রেয়সীর। ফেরদৌস থাকতো লন্ডনে। শ্রেয়সী ঢাকায়। এক বছরের বেশি সময় তাদের প্রেম গড়ানোর পরে টেলিফোনে বিয়েও হয়েছিল। এর আগে তারা কেউ কারো চেহারা দেখেনি। পরিবার মেনে না নেয়াতে শ্রেয়সী আত্মত্যা করে। দুই বছর পরের ঘটনায় দেখা যায়, ফেরদৌস ও চৈতী সুখী দ¤পতি। কিছু দিন ধরে ফেরদৌস ও চৈতীর বাড়িতে ভৌতিক কিছু ঘটছে। প্রায় প্রতি রাত ১২টার পরে কে যেন কলিংবেল বাজায়। দরজা খুলতে একটু দেরী হলেই দরজা ধাক্কাতে থাকে। এই শব্দ আবার যখন চৈতী শুনে, তখন ফেরদৌস শুনে না। আবার ফেরদৌস যখন দরজা খুলে উঁকি দেয় তখন সে দেখতে পায়, শাড়ি পড়া একটি সুন্দর মেয়ে তার সামনে দাঁড়িয়ে নিজেকে স্ত্রী দাবী করে। মেয়েটির চেহারা হুবহু ফেরদৌসের অফিসের কর্মচারী মানসীর মতো। এভাবেই নাটকের কাহিনী এগিয়ে চলে। নির্মাতা জানান, শিঘ্রই নাটকটি প্রচার হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ