Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

গ্রামীণ জনপদে ইউপি নির্বাচনের হাওয়া - ছয় উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করলেন ২০৭ জন

প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

অভ্যন্তরীণ ডেস্ক

ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফরিদগঞ্জ, গাবতলী, নড়াইল, নিকলী, চাটমোহর ও লামায় ২০৭ জন চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন। এ সংক্রান্ত আমাদের সংবাদদাতাদের পাঠানো প্রতিবেদনÑ
ফরিদগঞ্জ (চাঁদপুর) উপজেলা সংবাদদাতা জানান, ফরিদগঞ্জ উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে গত রোববার ৭৩ জন চেয়ারম্যান প্রার্থীসহ মনোনয়নপত্র জমা দিয়েছেন মোট ৬৯২ জন। বালিথুবা পশ্চিম ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন। তারা হলেনÑ শফিকুর রহমান পাটওয়ারী, জসিম উদ্দিন স্বপন মিয়া, বাহার উদ্দিন ও জসিম উদ্দিন গাজী। বালিথুবা পূর্ব ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন। তারা হলেনÑ জি এম হাসান তাবাচ্ছুম, শাহাদাত হোসেন নয়ন, হারুন-অর-রশিদ, মাসুম বিল্লাহ, মোঃ ইব্রাহিম। সুবিদপুর পূর্ব ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন। তারা হলেনÑ মাও. শারাফত উল্যা, আবুল হোসেন, বেলায়েত হোসেন, কবির হোসেন। সুবিদপুর পশ্চিম ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন। তারা হলেনÑ আনোয়ার হোসেন বাবুল চৌধুরী, মহসিন হোসেন, স ম জসিম উদ্দিন আনসারি, লোকমান, কামরুল, আনোয়ার হোসেন মামুন মুন্সী। গুপ্টি পূর্ব ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন। তারা হলেনÑ আবদুল গনি বাবুল পাটওয়ারী, অ্যাডভোকেট সোহাগ মিজি, শাহজাহান পাটওয়ারী, জয়নাল আবেদিন। গুপ্টি পশ্চিম ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন। তারা হলেনÑ আবুল কালাম, মোস্তফা কামাল চৌধুরী, কামাল হোসেন, ইকবাল হোসেন, নজরুল ইসলাম, বুলবুল আহাম্মদ। পাইকপাড়া উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন। তারা হলেনÑ আবু তাহের পাটওয়ারী, আলী আক্কাছ ভূঁইয়া, মহসীন পাটওয়ারী, ইব্রাহিম শেখ, মহসিন, কাজী মোঃ জহিরুল ইসলাম। পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন। তারা হলেনÑ শওকত আলী, হুমায়ুন কবির, মোস্তাফিজুর রহমান, রমজান আলী খান, হেলাল উদ্দিন। গোবিন্দপুর উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন। তারা হলেনÑ শাহআলম গাজী, মাসুদ আলম, সোহেল চৌধুরী, আবু তাহের সরকার। গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন। তারা হলেনÑ আলমগীর হোসেন পাটওয়ারী, মোহাম্মদ জহিরুল ইসলাম, মোহাম্মদ আঃ হান্নান, খাজা আহাম্মদ ভূঁইয়া, বিল্লাল হোসেন বেপারি। চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭ জন। তারা হলেনÑ তোফাজ্জল হোসেন বাচ্চু, বাছির আহাম্মদ বেপারি, শাহাদাত হোসেন টেলু, মনছুর আহাম্মদ জমাদার, কামরুল হাসান, হারুনুর রশিদ পাটওয়ারী, মোস্তফা কামাল পাটওয়ারী। চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন। তারা হলেনÑ হুমায়ুন কবির, লোকমান পাটওয়ারী, হাসান আবদুল হাই, মিজানুর রহমান পাটওয়ারী, মোঃ শাহজাহান। রূপসা উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন। তারা হলেনÑ ওমর ফারুক ফারুকী, নাছিরুল হক পাটওয়ারী, মোহাম্মদ নুরের রহমান পাটওয়ারী, মোঃ ইউনুছ, বিল্লাল হোসেন ভূঁইয়া, ফজলুল কাদের মিলন। রূপসা দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন। তারা হলেনÑ ওয়াহিদুর রহমান, মোঃ শরিফ উল্ল্যাহ, মোঃ ইসকান্দার আলী, বিল্লাল হোসেন খাঁন, ইউসুফ পাটওয়ারী, শাহআলম।
গাবতলী (বগুড়া) উপজেলা সংবাদদাতা জানান, ইউপি নির্বাচন উপলক্ষে গত রোববার বগুড়া গাবতলী উপজেলায় বিভিন্ন সরকারি দফতরের রিটার্নিং অফিসারের কাছে ১১ ইউনিয়নের চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য ও সাধারণ ইউপি সদস্য (পুরুষ) স্ব-স্ব প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। চেয়ারম্যান পদে বিএনপির মনোনীত প্রার্থীরা হলেনÑ মহিষাবান ইউনিয়নে মোতাহার হোসেন ম-ল, নশিপুরে রাজ্জাকুল আমিন রোকন তালুকদার, নাড়–য়ামালায় ফজলে রাব্বি ম-ল ফিরোজ, নেপালতলীতে জুলফিকার হায়দার গামা, গাবতলী সদরে মতিউর রহমান কামাল, রামেশ্বরপুরে আবদুল ওহাব ম-ল, কাগইলে আগা নিহাল বিন জলিল তপন, দুর্গাহাটায় আবদুল হান্নান, বালিয়াদিঘীতে শফিকুল ইসলাম ভূধন, দক্ষিণপাড়ায় আহসান হাবিব সেলিম, সোনারায়ে লুৎফর রহমান তারাজুল। আ.লীগ মনোনীত প্রার্থীরা হলেনÑ কাগইল ইউনিয়নে শফি আহম্মেদ স্বপন, দক্ষিণপাড়ায় অ্যাডভোকেট রফিকুল ইসলাম, নাড়ুয়ামালায় গোফফার আলী, রামেশ্বরপুরে রফি নেওয়াজ খান রবিন, নেপালতলীতে লতিফুল বারী মিন্টু, গাবতলী সদরে ফারুক আহম্মেদ, দুর্গাহাটায় আবদুল মতিন মিঠু, বালিয়াদিঘীতে ইউনুছ আলী ফকির ও সোনারায়ে তারাজুল ইসলাম। এ ছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন মহিষাবানে আবদুল মজিদ ম-ল, নশিপুরে নজরুল ইসলাম মিন্টু, নাড়–য়ামালায় ছাত্রদল নেতা রুহুল হাসান রুহিন, গাবতলী সদরে আলমগীর হোসাইন খান, বালিয়াদিঘীতে মাহবুবুর রহমান, দক্ষিণপাড়ায় আমিনুল ইসলাম সাইফুল।
নড়াইল জেলা সংবাদদাতা জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে নড়াইল সদর উপজেলার সাতটি ইউনিয়নে চেয়ারম্যান, সংরক্ষিত সদস্য ও সাধারণ সদস্য পদে মোট ৩১২ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৩০ জন, সংরক্ষিত সদস্য পদে ৬৬ জন ও সাধারণ সদস্য পদে ২১৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। ৭ ইউনিয়নে আ.লীগের মনোনীত প্রার্থীরা হলেনÑ চ-িবরপুর ইউনিয়নে মোঃ আজিজুর রহমান ভূইয়া, আউড়িয়ায় মোঃ পলাশ মোল্যা, শাহাবাদ ইউনিয়নে খশরুল আলম পলাশ, মুলিয়া ইউনিয়নে রবীন্দ্রনাথ অধিকারী, মাইজপাড়া ইউনিয়নে মোঃ জিল্লুর রহমান, হবখালী ইউনিয়নে মোঃ রিয়াজুল ইসলাম চঞ্চল ও তুলারামপুর ইউনিয়নে মোঃ বুলবুল আহমেদ। বিএনপির মনোনীত প্রার্থীরা হলেনÑ চ-িবরপুর ইউনিয়নে স.ম. জহুরুল কামাল, আউড়িয়া ইউনিয়নে মোঃ মশিয়ার রহমান, শাহাবাদ ইউনিয়নে নজরুল ইসলাম, মাইজপাড়া ইউনিয়নে এস এম মাহবুব মোর্শেদ জাপল, হবখালী ইউনিয়নে মোঃ রিয়াজুল ইসলাম টিংকু ও তুলারামপুর ইউনিয়নে আনিচুর রহমান। ওয়ার্কার্স পার্টির প্রার্থীদের মধ্যে হবখালী ইউনিয়নে এসএম আবদুুস সাত্তার, মুলিয়ায় সুবোধ বিশ্বাস মনোনয়নত্র জমা দিয়েছেন। এ ছাড়া ইসলামী আন্দোলন থেকে চ-িবরপুর ইউনিয়নে মোঃ মিজানুর রহমান মৃধা মনোনয়ন জমা দিয়েছেন। এদিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন আউড়িয়ায় মোঃ মাসুদ সিকদার, মোঃ মোশারেফ ভুঁইয়া, জাহিদ হাসান, মোঃ মাহাবুবুর রহমান, শাহাবাদের মোঃ এমাদুল হক নান্নু, দেলোয়ার হোসেন পান্না, জিয়াউর রহমান, মুলিয়ায় পল্লব মজুমদার, মাইজপাড়ায় শহিদুর রহমান, ফেরদৌস হোসেন, আসাদুজ্জামান বিশ্বাস, হবখালীর বাদশা মিয়া, এম জাহিদুর রহমান মিলন ও তুলারামপুরে টিপু সুলতান।
নিকলী (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা জানান, কিশোরগঞ্জের নিকলী উপজেলার সাতটি ইউনিয়নে তৃতীয় দফায় নির্বাচন ২৩ এপ্রিল। মনোনয়ন দাখিলের শেষ দিন গত রোববার আ.লীগ ও বিএনপিসহ চেয়ারম্যান পদে ২৫ জন মনোনয়নপত্র দাখিল করেন। আ.লীগ থেকে মনোনয়ন পত্র দাখিল করেছেন কারপাশা তাকি আমান খান, নিকলী সদর কারার বুরহান উদ্দিন, সিংপুর জহিরুল ইসলাম, দামপাড়া আবু তাহের, ছাতিরচর অ্যাডভোকেট মানিক চৌধুরী, গুরুই তোতা মিয়া, জারইতলা আজমল হোসেন আফরোজ। বিএনপি থেকে মনোনয়ন দাখিল করেছেনÑ কারপাশা আশরাফ উদ্দিন, নিকলী সদর হারুন অর কাইয়্যুম, দামপাড়া মানিক সওদাগর, সিংপুর সোহাগ মিয়া, ছাতিরচর ইঞ্জিনিয়ার পরশ মাহমুদ, গুরুই আবু তাহের, জারইতলা রইছ উদ্দিন। স্বতন্ত্র প্রার্থীরা হলেনÑ নিকলী সদর আছমত আলী, কারার আরিফ (বিদ্রোহী বিএনপি), মোঃ আকতার হোসেন (রাজাবু) বিদ্রোহী (বিএনপি), দামপাড়া মোঃ মাহবুবুর রহমান (স্বতন্ত্র), লতিফুল হক কানন (বিদ্রোহী আ.লীগ), ছাতিরচর জামাল উদ্দিন (বিদ্রোহী আ.লীগ), তাইম উদ্দিন (বিদ্রোহী বিএনপি), কারাপাশা গোলাম রাব্বী সবুজ (স্বতন্ত্র), দিদারুল হক খান পলাশ (বিদ্রোহী আ.লীগ), সিংপুর আনোয়ারুল হক (স্বতন্ত্র) ও মনোয়ারা বেগম (স্বতন্ত্র) প্রমুখ।
চাটমোহর (পাবনা) উপজেলা সংবাদদাতা জানান, আগামী ২৩ এপ্রিল তৃতীয় ধাপে পাবনার চাটমোহরের ৫ ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। গত রোববার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ৫টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৫ জন, সাধারণ সদস্য (পুরুষ) ১৬৬ জন এবং সংরক্ষিত আসনের (মহিলা) পদে ৪৯ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। চেয়ারম্যান পদে মথুরারাপুর ইউনিয়নের ৬ জন। তারা হলেনÑ সরদার আজিজুল হক (আ.লীগ), আবুল কালাম আজাদ (বিএনপি), আলহাজ রেজাউল করিম (স্বতন্ত্র), নূর মোহাম্মদ বেনজীর (স্বতন্ত্র), আবদুর রাজ্জাক (স্বতন্ত্র)। ডিবিগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান পদে মোঃ নবীর উদ্দিন মোলা (আ.লীগ), আনিছুর রহমান (বিএনপি), মিজানুর রহমান (স্বতন্ত্র), আলম সরকার (স্বতন্ত্র), আইয়ুব আলী (ইসলামী আন্দোলন বাংলাদেশ), আবদুর রাজ্জাক (স্বতন্ত্র) ও আমিনুল ইসলাম (স্বতন্ত্র)। ফৈলজানা ইউনিয়নে চেয়ারম্যান পদে মোঃ হানিফ উদ্দিন (আ.লীগ), শাহজাহান আলী (বিএনপি), ফজর মহর আলী (স্বতন্ত্র), সুলতান মাহমুদ (ইসলামী আন্দোলন বাংলাদেশ)। মূলগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান পদে মোঃ রাশেদুল ইসলাম বকুল (আ.লীগ), গিয়াস উদ্দিন (বিএনপি), কামরুল ইসলাম (স্বতন্ত্র), মাহমুদুল ইসলাম (জাপা-এ)। পার্শ্বডাঙ্গা ইউনিয়নে চেয়ারম্যান পদে মোঃ আজাহার আলী (আ.লীগ), রবিউল করিম তারেক (বিএনপি), আনোয়ারুল কবির (স্বতন্ত্র) ও আইয়ুব হোসেন (জাপা-এ)।
লামা (বান্দরবান) উপজেলা সংবাদদাতা জানান, ঘোষিত তফসিল মতে তৃতীয় দফায় আগামী ২৩ এপ্রিল লামা উপজেলা ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। লামা উপজেলায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ২৮, সংরক্ষিত ৬৭ ও সাধারণ সদস্য পদে ২৩৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা করেছেন। লামা উপজেলার মোট সাতটি ইউনিয়ন পরিষদে একসঙ্গে অনুষ্ঠিত হবে নির্বাচন। নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলার ৭ ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেনÑ ১নং গজালিয়া ইউনিয়নে আ.লীগ মনোনীত প্রার্থী বাথোয়াইচিং মার্মা, ইউনিয়ন পরিষদ সদস্য ও বিএনপি মনোনীত মংক্যচিং চৌধুরী ও জেএসএস নেতা চচিমং মার্মা। ২নং লামা সদর ইউনিয়নে আ.লীগের মনোনীত প্রার্থী মিণ্টু কুমার সেন, বিএনপি প্রার্থী মোঃ রবিউল হোসেন ভূঁইয়া ও জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী আব্দুল রহমান। ৩নং ফাঁসিয়াখালী ইউনিয়নে আ.লীগ মনোনীত প্রার্থী খায়রুল বশর, বিএনপি মনোনীত প্রার্থী মোঃ জাকের হোসেন মজুমদার ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থী শামসুল ইসলাম। ৪নং আজিজনগর ইউনিয়নে আ.লীগ মনোনীত প্রার্থী জসিম উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী আ.লীগ নেতা নুরুচ্ছফা, বিএনপির মনোনীত প্রার্থী নাজেমুল ইসলাম চৌধুরী, বিএনপি বিদ্রোহী প্রার্থী মোঃ সামছুল কিবরিয়া সুমন। ৫নং সরই ইউনিয়নে বিএনপি মনোনীত প্রার্থী ফরিদুল আলম, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী ও ইউনিয়ন আ.লীগ নেতা নুরুল আলম। ৬নং রূপসীপাড়া ইউনিয়নে আ.লীগের মনোনীত প্রার্থী ছাচিংপ্রু মার্মা, বিএনপি মনোনীত প্রার্থী মোঃ রফিকুল ইসলাম, জাতীয় পার্টির মনোনীত হাবিবুর রহমান, আ.লীগ নেতা বিশ্বজিৎ বড়–য়া, জেএসএস সমর্থিত চাহ্লাখইন মার্মা এবং আ.লীগ নেতা মোঃ শহিদ। ৭নং ফাইতং ইউনিয়নে বিএনপি মনোনীত প্রার্থী সামছুল আলম, স্বতন্ত্র প্রার্থী আব্দুল জলিল, মোঃ হেলাল উদ্দিন, জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী মোঃ আবু তাহের, আ.লীগ মনোনীত প্রার্থী জালাল উদ্দিন ও ইসলামী শাসনতন্ত্র সমর্থিত মুকতি শওকত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রামীণ জনপদে ইউপি নির্বাচনের হাওয়া - ছয় উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করলেন ২০৭ জন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ