Inqilab Logo

মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিএনপির পল্টন অফিসে হঠাৎ মার্কিন প্রতিনিধি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০১৮, ৯:০০ পিএম | আপডেট : ৯:১৭ পিএম, ১১ ফেব্রুয়ারি, ২০১৮

বিএনপির নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে মার্কিন দূতাবাসের দুই ব্যক্তির প্রবেশ নিয়ে কৌতূহলের সৃষ্টি হয়েছে। মার্কিন দূতাবাসের প্রতিনিধিদের নয়াপল্টনে ঝটিকা সফর নিয়ে ধোঁয়াশারও সৃষ্টি হয়েছে সব মহলে। রোববার সন্ধ্যায় গাড়িতে (দ ১৭-৬৫-২৪) করে দুই ব্যক্তি নয়াপল্টন কার্যালয়ে প্রবেশ করেন। তারা দূতাবাসের কিনা তা স্পষ্ট করেনি মার্কিন দূতাবাস। তবে গাড়িটি মার্কিন দূতাবাসের পরিবহন পুলের বলে জানা গেছে। বিএনপির কার্যালয় সূত্রে জানা যায়, মার্কিন দূতাবাসের দুই কর্মকর্তা বিকেলের পর পল্টন অফিসে আসেন। তাদের একজন মার্কিন দূতাবাসের পলিটিকাল এডভাইজার বিল মরেন। অন্যজনের নাম জানা যায়নি। তারা নয়াপল্টনে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী সঙ্গে সাক্ষাৎ করেছেন। জানতে চাইলে রুহুল কবির রিজভী জানান, উনারা দুজন এসেছিলেন দেখা করতে। কথা হয়েছে। তারা বিএনপি চেয়ারপারসনসহ বিভিন্ন বিষয় জানতে চেয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ