Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

র‌্যাগিং বন্ধ ও ভিসি প্যানেল নির্বাচনের দাবি

জাবির আওয়ামীপন্থী শিক্ষক-সিনেটরদের অবস্থান কর্মসূচি পালন

| প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

জাবি সংবাদদাতা : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের র‌্যাগিং বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা ও ভিসি প্যানেল নির্বাচনের দাবিতে অবস্থান কর্মসূচী পালন করেছে সাবেক ভিসি অধ্যাপক শরীফ এনামুল কবির পন্থী আওয়ামীপন্থি শিক্ষক ও সিনেট সদস্যরা। গতকাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ’ ও ‘প্রগতিশীল জোটের’ ব্যানারে ১ঘন্টা অবস্থান কর্মসূচী পালন করে তারা। কর্মসূচীর সমাপনী বক্তব্যে অধ্যাপক শরীফ এনামুল কবির বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতার কারণে র‌্যাগিংয়ের শিকার হচ্ছে নবীন শিক্ষার্থীরা। প্রশাসন সক্রিয় হলে র‌্যাগিং বন্ধ করা সম্ভব।’
এসময় তিনি ‘ভিসি প্যানেল’ নির্বাচনে দাবি জানিয়ে বলেন, ‘বর্তমানে গভীর সংকটে নিমজ্জিত এই ক্যাম্পাস। কারণ সকল ক্ষেত্রে জাবাবদিহিতার প্রচুর অভাব। তাই সকল ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে জাকসু নির্বাচন ভিসি প্যানেল নির্বাচন দেওয়া জরুরী।’
অবস্থান কর্মসূচীতে সিনেটর ও ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক হোসনে আরা বলেন, ‘আমরা চাই এ বিশ্ববিদ্যালয় সেশনজট মুক্ত থাকুক, যানজট মুক্ত থাকুক, কোলাহলমুক্ত একটি শান্ত ক্যাম্পাস হোক। তাই এই বিশ্ববিদ্যালয়ে কোন কাপড়ের দোকান থাকতে পারবেনা। বিশ্ববিদ্যালয় কোন ব্যবসা প্রতিষ্ঠান না যে এখানে মানুষ এসে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নষ্ট করবে।’
এ সময় তিনি আরো বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একমাত্র বিশ্ববিদ্যালয় যেখানে গণতান্ত্রিক উপায়ে ৭৩ এর অধ্যাদেশ অনুযায়ী ভিসি নির্বাচন হয়ে থাকে। সে ধারা যাতে অব্যাহত থাকে সে জন্য আজ আমরা একত্রিত হয়েছি। এ বিশ্ববিদ্যালয়ে কোন অনির্বাচিত ভিসি থাকতে পারবেনা।’
অবস্থান কর্মসূচিতে অধ্যাপক অজিত কুমার মজুমদার, অধ্যাপক অসিত বরণ পাল, অধ্যাপক খবির উদ্দিন, অধ্যাপক শাহেদুর রশিদ, অধ্যাপক হাফিজুর রহমান, অধ্যাপক আলমগীর কবির, সহযোগী অধ্যাপক ছায়েদুর রহমান, সহযোগী অধ্যাপক জেবুননেছা প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে র‌্যাগিং বন্ধের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা। মিছিল শেষে র‌্যাগিং বন্ধে উপাচার্য বরাবর স্মারকলিপি দেয় করে তারা।
এর আগে গত রবিবার র‌্যাগিং বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ও শিক্ষক মঞ্চ। এছাড়াও শিক্ষক সমিতি ও শিক্ষক মঞ্চ রাতে হলগুলো গণরুমে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং র‌্যাগিংয়ের বিরুদ্ধে সচেতনতা তৈরী করেন।
প্রসঙ্গত, গত শুক্রবার বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থীদের দ্বারা র‌্যাগিংয়ের শিকার হয়ে প্রথম বর্ষের শিক্ষার্থী মো মিজানুর রহমান মানসিক ভারসাম্য হারিয়ে পেলে। এরপর থেকে র‌্যাগিং বন্ধের দাবিতে সোচ্চার হয় সবাই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ