Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

কোটালীপাড়ায় সন্ত্রাসী হামলায় ৬ পরীক্ষার্থী আহত

কোটালীপাড়া উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০১৮, ৬:৫৪ পিএম

গোপালগঞ্জের কোটালীপাড়ায় পরীক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলায় ৬ পরীক্ষার্থী আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার কান্দি বাস স্ট্যান্ডে এ হামলার ঘটনা ঘটে। পরে তাদের স্থানীয় সেকেন্দারের সহযোগিতায় উদ্ধার করে কোটালীপাড়া হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে আহত পরীক্ষার্থীরা জানায়- আজ বালিয়াভাঙ্গা পরীক্ষা কেন্দ্রে ফিন্যান্স ও ব্যাংকিংয়ের পরীক্ষা শেষে ইজিবাইকে করে বাড়ী যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে কান্দি বাস স্ট্যান্ডে পৌঁছালে উজিরপুর উপজেলার বাগধা গ্রামের ভাড়াটে সন্ত্রাসী আকরাম মোল্লা (২৫) ও জুয়েল মোল্লার নেতৃত্বে (২৫), কোটালীপাড়ার রুহুল আমিন সরদারে ছেলে নাইম সরদার (২২) ও সাঈদ সরদার (২০) সহ ৮/১০ জনে মিলে আমাদের উপর হামলা চালায়, এতে এস এস সি পরীক্ষার্থী মহাসিন শেখ (১৬), ফেরদৌসী খানম (১৬), জান্নাত খানম (১৬), আফরিন জাহান (১৬), মো: নবির আলী শেখ (১৬), ইমান হোসেন (১৬) ও ড্রাইভার শাওন শেখ (১৯) আহত হয়। এদের মধ্যে মহাসিন গুরুতর অবস্থায় কোটালীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন, বাকীরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এছাড়াও ইজিবাইকটিকে ব্যাপক ভাঙচুর করা হয়েছে। এর আগে সোমবার হিজলবাড়ী গ্রামের মোয়াজ্জেন ক্যাপ্টেনের ক্রিকেট মাঠে স্থানীয় শিক্ষার্থীরা খেলা করছিল এ সময় আকরাম তার দলবল নিয়ে মাঠে গিয়ে অকথ্য ভাষায় গালী-গালাজ করে খেলতে চায়। এতে লিটন শেখ প্রতিবাদ করলে ক্ষিপ্ত হয়ে শিক্ষার্থীদের উপর এ হামলা চালায়। এ ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে আহতদের অভিভাবকগণ সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হামলা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ