Inqilab Logo

ঢাকা, বৃহস্পতিবার ২৭ জুন ২০১৯, ১৩ আষাঢ় ১৪২৬, ২৩ শাওয়াল ১৪৪০ হিজরী।

খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবীতে নেত্রকোনায় জেলা মহিলা দলের অনশন কর্মসূচী পালিত

নেত্রকোনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০১৮, ১:২৭ পিএম

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে নেত্রকোনা জেলা মহিলা দলের উদ্যোগে গতকাল বুধবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রেসক্লাবের সামনে অনশন কর্মসূচী পালিত হয়।
অনশন কর্মসূচী পালন কালে পুলিশ মহিলা দলের নেতাকর্মীদেরকে চলে যেতে বললেও তারা পুলিশি বাঁধা উপেক্ষা করে অনশন কর্মসূচী পালন করে। এ সময় অবিলম্বে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবী জানিয়ে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য জেলা মহিলা দলের আহবায়ক এডভোকেট ড. আরিফা জেসমিন নাহীন, সদস্য রেবেকা আক্তার রুবী, আফিয়া বিলকিছ পান্না, আফরোজা মনসুর, নাসিমা বেগম, হালিমা খাতুন, ফাতেমা আক্তার ও সেলিনা বেগম প্রমুখ। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন