Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

ভালবাসা দিবসে ইউটিউবে সাউন্ডটেকের নতুন গান

| প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: ভালবাসা দিবসে দেশের শীর্ষতম অডিও প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেক তাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছে জনপ্রিয় সঙ্গীতশিল্পীদের কণ্ঠে বেশ কিছু নতুন গান। এর মধ্যে রয়েছে সঙ্গীত তারকা বেবী নাজনীনের কণ্ঠে সাউন্ডটেকের একটি নতুন সিঙ্গেল ট্র্যাক। ‘রাত জাগা দুটি চোখ..কি আশায় জেগে রয়..শিরোনামের এই গানটি লিখেছেন আহমেদ রিজভী, সুর করেছেন নাজির মাহমুদ এবং সঙ্গীত আয়োজন করেছেন মুশফিক লিটু। এদিকে প্রায় ১০ বছর পরে নতুন গান নিয়ে সাউন্ডটেকের ব্যানারে ফিরলেন আসিফ আকবর। এখানে আসিফ দ্বৈতভাবে কণার সঙ্গে একটি গান করেছেন। ‘মুছে দেবো কান্না তোমার‘ শিরোনামে এই গানটিও লিখেছেন আহমেদ রিজভী, সুর করেছেন নাজির মাহমুদ এবং সঙ্গীত আয়োজনে মুসফিক লিটু। অন্যদিকে ইমরানের কণ্ঠে প্রকাশিত হযেছে ‘আমি শুধু যে’ শিরোনামের নতুন একটি গান। গানটি ইমরান নিজেই সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন, লিখেছেন ¯েœহাশীষ ঘোষ। গীতিকার, সুরকার এবং গায়ক শফিক তুহিনের কণ্ঠেও এসেছে নতুন একটি গান। প্লাবন কোরেশির লেখা ও সুরে গানের সঙ্গীত আয়োজন করেছেন ইমন চৌধুরী। ‘বাঁধবো বাসা’ শিরোনামে এসেছে ঐশীর নতুন গান, ইশতিয়াক রুপুর লেখা এই গানের সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন আবিদ রনী। মুরাদ হোসনের কণ্ঠে এসেছে ‘প্রেম বলো পেয়ার বলো.. শিরোনামে একটি গান। লিখেছেন ফেরেদৌসী দোলা, সুর প্রিন্স সোহেল এবং সঙ্গীত আয়োজন করেছেন আসিফ সারোয়ার। সাউন্ডটেক কর্ণধার সুলতান মাহমুদ বাবুল বলেন, গত বছর সাউন্ডটেক নতুন উদ্যমে গান প্রকাশে সরব হয়েছে। এরই অংশ হিসেবে বছরের বিশেষ দিনগুলোতে সাউন্ডটেক গানের বাজারে উপহার দিয়েছে জনপ্রিয় শিল্পীদের নতুন নতুন গান। তারই ধারাবাহিকতায় এবারের ভালবাসা দিবসে মেলোডিয়াস এবং রোমান্টিক ধারার নতুন এই গানগুলো বাজারে নিয়ে এসেছে। সব মহলের শ্রোতাকেই আকৃষ্ট করার মত গান রয়েছে এখানে। সবাই জানেন আগের মত নতুন গান এখন সিডি আকারে বাজারে আসে না তেমন একটা। গান এখন ইউটিউব চ্যানেলেই প্রকাশ করা হয় এবং ভাল গান হলে এই মাধ্যমেই সবার আগেই পৌঁছে সবার কাছে।’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ