Inqilab Logo

বুধবার, ১৮ মে ২০২২, ০৪ জ্যৈষ্ঠ ১৪২৯, ১৬ শাওয়াল ১৪৪৩ হিজরী
শিরোনাম

স্বাভাবিক হচ্ছে চট্টগ্রাম কাস্টমসের সার্ভার

প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : প্রধান সমুদ্র বন্দরভিত্তিক চট্টগ্রাম কাস্টম হাউসে এসাইকুডা ওয়ার্ল্ডের সার্ভারের ত্রæটিজণিত জটিলতা ও অতি ধীরগতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। এরফলে গতকাল (শনিবার) থেকে অনলাইনে পণ্যসামগ্রীর শুল্কায়নে অচলদশা কাটতে শুরু করে। তবে সার্ভার পুরোপুরি ত্রæটিমুক্ত হিসেবে নিশ্চিত হতে আরও সময় লাগবে বলে কাস্টমস কর্মকর্তারা জানান।
গত শুক্রবারের মতো গতকালও বন্ধের দিনে শুল্কায়নের কাজ চলেছে। সংশ্লিষ্ট ব্যাংকও খোলা রাখা হয়। শুল্কায়ন স্বাভাবিকভাবেই হয়েছে, কোন সমস্যা দেখা দেয়নি।
তবে যে কোন মুহূর্তে ফের জটিলতা দেখা দিতে পারে এমনটি আশঙ্কা রয়ে গেছে। গত সপ্তাহে সার্ভারে ত্রæটির কারণে দেশের অনেক শুল্ক স্টেশনের মতো চট্টগ্রাম কাস্টম হাউসে স্বাভাবিক গতিতে শুল্কায়ন করা সম্ভব হয়নি। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্বাভাবিক হচ্ছে চট্টগ্রাম কাস্টমসের সার্ভার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ