Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সরকার গণবিচ্ছিন্ন হয়ে গেছে -মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:৫০ পিএম | আপডেট : ২:৫০ পিএম, ১৭ ফেব্রুয়ারি, ২০১৮

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার ক্ষমতা আকড়ে ধরে রাখতে চাইছে। তারা গণবিচ্ছিন্ন হয়ে গেছে। এভাবে ক্ষমতা ধরে রাখতে রাখতে চাইলে বেশিদিন টিকতে পারবে না। আজ শনিবার রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে গণস্বাক্ষর অভিযানকালে এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, সরকার গনবিছিন্ন হয়ে হয়ে গেছে। এভাবে ক্ষমতা আকড়ে ধরে সরকার বেশিদিন টিকে থাকতে পারবে না।
খুব দ্রুত তাদের বিদায় নিতে হবে। তিনি আরো বলেন, কারও উস্কানিতে কান না দিয়ে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির জন্য শান্তিপূর্ন আন্দোলন চালিয়ে যেতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফখরুল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ