Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

ষড়যন্ত্র নেই, মূল কাজে ফিরে যাও : ট্রাম্প

রুশ সংযোগের তদন্ত, ফ্লোরিডায় বন্দুক হামলায় এফবিআই’র সমালোচনা

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

যুক্তরাষ্ট্রের গত প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প শিবিরের সঙ্গে রাশিয়ার যোগসাজশ নিয়ে এফবিআই-এর তদন্তের সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। গতকাল রোববার টুইটারে দেওয়া পোস্টে তিনি বলেন, ‘এটা খুবই দুঃখজনক যে, ফ্লোরিডার স্কুলে বন্দুক হামলাকারী সম্পর্কে এফবিআই অনেক সতর্কতা মিস করেছে। এটা গ্রহণযোগ্য নয়। তারা ট্রাম্পের প্রচারাভিযানের সঙ্গে রাশিয়ার যোগসাজশ প্রমাণের জন্য অনেক সময় ব্যয় করছেÑ এখানে কোনও যোগসাজশ নেই। সেখানে কোন ষড়যন্ত্র নেই। মূল কাজে ফিরে যাও প্রাথমিক স্তরে ফিরে আসুন এবং আমাদের সবাইকে গর্বিত করুন।’ ডোনাল্ড ট্রাম্প বলেন, জেনারেল ম্যাক মাস্টার এটা বলতে ভুলে গেছেন যে, রাশিয়ানদের মাধ্যমে ২০১৬ সালের নির্বাচনের ফলাফল প্রভাবিত বা পরিবর্তিত হয়নি। যোগসাজশ ছিল শুধু রাশিয়া এবং কুটিল হিলারি, ডেমোক্র্যাটিক ন্যাশনাল কংগ্রস ও ডেমোক্র্যাটদের সঙ্গে। নোংরা দলিল, ইউরেনিয়াম, ভাষণ, ইমেইল এবং পডেস্টা’র (হিলারি›র প্রচারণা প্রধান জন পডেস্টা; যার বার্তা ফাঁস করে উইকিলিকস) কথা স্মরণে রাখুন।’ ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ ছিল বলে দাবি করে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো। অভিযোগ ওঠে, ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনের ক্ষতি করার এবংব্র ট্রাম্পের ভাবমর্যাদা বড় করার চেষ্টা করে রাশিয়া। এই প্রচেষ্টার অংশ হিসেবে হিলারি ক্লিনটনের ই-মেইল হ্যাক করে বিভিন্ন মাধ্যমে প্রকাশ করা হয়। এরপর বিষয়টি নিয়ে এফবিআই’র সাবেক পরিচালক রবার্ট মুলারের নেতৃত্বে তদন্ত শুরু হয়। দীর্ঘদিন তদন্তের পর ওই ঘটনায় ১৩ রুশ নাগরিকের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ডোনাল্ড ট্রাম্প বরাবরই এসব অভিযোগকে কখনও ‘ভুয়া খবর’, কখনও ‘ধাপ্পাবাজি’ বা কখনও ‘ডাইনি খোঁজা’ বলে মন্তব্য করে এসেছেন। রবার্ট মুলারের নেতৃত্বাধীন তদন্ত কমিটি ১৩ রুশ নাগরিকের বিরুদ্ধে অভিযোগ গঠনের পর প্রাথমিকভাবে ট্রাম্প বলেন, রাশিয়া হস্তক্ষেপ করলেও তা নির্বাচনে প্রভাব ফেলেনি। গত শনিবার এক টুইটে ট্রাম্প বলেন, ‘আমি প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দেওয়ার অনেক আগে, ২০১৪ সাল থেকে রাশিয়া যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। তবে নির্বাচনের ফলাফলে তার কোনও প্রভাব পড়েনি। টিম ট্রাম্প কোনও অন্যায় করেনি। কোনও আঁতাত করেনি!’ এই টুইটের একদিনের মাথায় রবিবার নতুন টুইটে ওই তদন্তে বাড়তি সময় দেওয়ার জন্য এফবিআই-এর সমালোচনা করেন ট্রাম্প। দ্য নিউ ইয়র্ক টাইমস, টুইটার,বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রাম্প


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ