Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আপিল বিষয়ে ২ দফায় বৈঠকে খালেদার আইনজীবীরা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২০ ফেব্রুয়ারি, ২০১৮, ২:৪০ পিএম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে শাস্তি দিয়ে বিচারিক আদালতের দেয়া রায়ের বিরুদ্ধে আপিল করার প্রস্তুতি নিতে দ্বিতীয় দফায় বৈঠকে বসেছেন তার আইনজীবীরা। মঙ্গলবার সুপ্রিম কোর্ট বারের কনফারেন্স রুমে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বৈঠকে ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, ব্যারিস্টার মওদুদ আহমদ, অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন, সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন প্রমুখ উপস্থিত রয়েছেন।
এর আগে বেলা ১১টার পর প্রথম দফার বৈঠক সম্পন্ন করেন তারা।
প্রথম দফার বৈঠক শেষে খালেদা জিয়ার অন্যতম আইনজীবী জয়নুল আবেদীন গণমাধ্যমকে বলেন, এটি বিশাল একটি রায়। আপিলের গ্রাউন্ডগুলো পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করতে হচ্ছে। তাই সময় লাগছে।
আপিলের সঙ্গে জামিন আবেদন করা হবে কিনা জানতে চাইলে জ্যেষ্ঠ এই আইনজীবী বলেন, এ ধরনের মামলায় আগে আপিল করতে হয়। পরে জামিন আবেদনের প্রসঙ্গ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খালেদার আইনজীবী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ