Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

হুমকি মোকাবেলায় আকাশ প্রতিরক্ষা জোরদার চীনের

| প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারতের কাছ থেকে সম্ভাব্য হুমকি মোকাবেলায় ওয়েস্টার্ন থিয়েটার কমান্ডের শক্তি বাড়াচ্ছে চীন। স্প্রিং ফেস্টিভাল ছুটির সময় পিপলস লিবারেশান আর্মি (পিএলএ) কিছু ছবি প্রকাশ করে, যেখানে দেখা যাচ্ছে চীনের পশ্চিমাঞ্চলের উচ্চ মালভূমি এলাকা দিয়ে জে-১০ জেট বিমান উড়ে যাচ্ছে। এই ছবি প্রকাশের পর চীনা সামরিক বিশেষজ্ঞ ওই এলাকায় সামরিক শক্তি বৃদ্ধির কথা জানান। পিএলএ ওয়েবসাইটের ইংরেজি ভার্সানে প্রকাশিত ওই ছবিগুলোতে দেখা যাচ্ছে, স্প্রিং ফেস্টিভালের দুই দিন আগে ১৩ ফেব্রæয়ারি চীনের পশ্চিমাঞ্চলে একটি জে-১০ ফাইটার জেট এবং জে-১১ ফাইটার জেট আকাশে প্রশিক্ষণ মহড়া চালাচ্ছে। জেট বিমানগুলো পিএলএ ওয়েস্টার্ন থিয়েটার কমান্ডের অধীনস্থ বিমান বাহিনীর এভিয়েশান ব্রিগেডের অংশ। ওয়েস্টার্ন থিয়েটার কমান্ড মূলত ভারতের সাথে লাগোয়া পাহাড়ি সীমান্ত এলাকায় যুদ্ধের জন্য দায়িত্বপ্রাপ্ত। চীনা সামরিক বিশেষজ্ঞ এবং টেলিভিশন ভাষ্যকার সোং ঝোংপিং গেøাবাল টাইমসকে মঙ্গলবার বলেন, এই পাহাড়ি এলাকায় চীনের আকাশশক্তি বৃদ্ধির বিষয়টি তাৎপর্যপূর্ণ। সোং বলেন, ওয়েস্টার্ন থিয়েটার কমান্ডের ৩.৫ প্রজন্মের ফাইটার জেটকে আরও শক্তিশালী করা অথবা আরও আধুনিক ফাইটার মোতায়েন করা পিএলএ’র জন্য জরুরি হয়ে পড়েছে। তিনি আরও বলেন, এই ধরণের আপগ্রেড সাধারণত আগে দক্ষিণ ও পূর্ব থিয়েটার কমান্ডে করা হয়ে থাকে। সোং বলেন, ভারতের তৃতীয় প্রজন্মের ফাইটার জেট রয়েছে, এই বিবেচনা থেকে বলা যায়, ৩.৫ প্রজন্মের এই জেটগুলো মোতায়েনের মাধ্যমে ভারতের যে কোন হুমকি মোকাবেলা করতে পারবে চীন। গেøাবাল টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ