Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সিসিইউএলবি’র সাথে মার্কেন্টাইল ব্যাংকের চুক্তি

| প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

মার্কেন্টাইল ব্যাংক এবং দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিমিটেড (সিসিইউএলবি) এর মধ্যে একটি চুক্তি সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে সম্পন্ন হয়। এ চুক্তির মাধ্যমে সিসিইউএলবি মার্কেন্টাইল ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবা “গণঈধংয” এর ন্যাশনাল ডিস্ট্রিবিউটর হিসেবে কাজ করবে। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিএসবিও আদিল রায়হান এবং সিসিইউএলবি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ্ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও ডিসিবিও মো. জাকির হোসাইন, এসইভিপি ও মোবাইল ব্যাংকিং ডিভিশনের প্রধান মো. রফিকুল হক ভূঁইয়া, এসইভিপি এন্ড সিটিও ও আইটি ডিভিশনের প্রধান এ.কে.এম. আতিকুর রহমান, এসভিপি ও কার্ড ডিভিশনের প্রধান মো. আবু সাকিন এবং ভাইস প্রেসিডেন্ট ও ইন্সটিটিউশনাল লায়াবিলিটি মার্কেটিং ডিভিশনের প্রধান গোলাম মোহাম্মদ জায়েদীসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি
ইউআইটিএস-এ বর্ণাঢ্য নবীনবরণ
বাংলাদেশে প্রতিষ্ঠিত প্রথম তথ্য ও প্রযুক্তিভিত্তিক বেসরকারি বিশ্ববিদ্যালয়-ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর বসন্তকালীন নবীনবরণ আগামীকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল। বিশেষ অতিথি থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস-এর ডিন ও ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। প্রধান আলোচক ইউআইটিএস-এর প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজ এবং পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান আলহাজ সুফী মোহাম্মদ মিজানুর রহমান। অনুুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান। -বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চুক্তি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ