Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

দৌলতপুরে এসএসসি প্রশ্ন ফাঁসের অভিযোগে শিক্ষক জেলে

| প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

দৌলতপুর (কুষ্টিয়া) উপজেলা সংবাদদাতা : কুষ্টিয়ার দৌলতপুরে এসএসসি প্রশ্ন ফাঁসের অভিযোগে শহিদুল ইসলাম ওরফে বানেজ (৩৫) নামে এক প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার নাসির উদ্দিন বিশ্বাস উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। জানা গেছে, ভেড়ামারা উপজেলার পাটুয়াকান্দি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম ওরফে বানেজ ঘটনার দিন সকালে দৌলতপুর উপজেলার আল্লারদর্গা নাসির উদ্দিন বিশ্বাস উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার ডিউটি না থাকার পরও অবৈধ ভাবে স্মাট মোবাইল ফোন সঙ্গে নিয়ে পরীক্ষা কেন্দ্রের ভেতরে প্রবেশ করে পরীক্ষার প্রশ্ন পত্র ফাঁশের চেষ্টা চালায়। এ সময় যশোর শিক্ষা বোর্ডের পরিদর্শক উপ-সহকারী প্রকৌশলী মো. কামাল হোসেন তার গতি বিধি লক্ষ্য করে তার কাছে থাকা মোবাইলটি জব্দ করলে তৎক্ষণাত তার মোবাইলে পর পর দু’টি ফোন আসে, তাতে অপর প্রান্ত থেকে বলা হয়েছে ‘এসএসসি পরীক্ষার প্রশ্ন পাওয়া গেছে’ বোর্ড পরিদর্শকের বিষয়টি সন্দেহ হলে তাকে আটক করে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ রাষ্ট্রীয় অপরাধে শিক্ষক শহিদুল ইসলামকে গ্রেফতার করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রশ্ন ফাঁস

২০ নভেম্বর, ২০২১
১৭ আগস্ট, ২০১৮

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ