Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

পঞ্চাশ পেরিয়ে

| প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

একটি ক্লাবের ৫০ বছর পার করা অত্যন্ত গৌরবের। আর সে ক্লাবটির নাম হচ্ছে আগ্রাবাদ নওজোয়ান ক্লাব। তাদের গৌরবময় স্মৃতি ৫০ বছর পূর্তি উদযাপনের মধ্যদিয়ে গতকাল স্মরণীয় করে রেখেছে। এ ক্লাবের হয়ে বিগত দিনে যারা খেলে গেছেন এবং বর্তমানে যারা ক্লাবের সাথে সংশ্লিষ্ট রয়েছেন সবার উপস্থিতি পরিণত হয়েছিল মিলনমেলায়। অনুষ্ঠানে সাবেক জাতীয় তারকা মোঃ ইউসুফ, কাজী সাত্তার, যুবা, বিদ্যুৎসহ অনেক খেলোয়াড়ই উপস্থিত ছিলেন। তারা সবাই ছিলেন আনন্দে উচ্ছ¡সিত। আগ্রাবাদ জাম্বুরী মাঠস্থ কর্ণফুলী শিশু পার্কে সকালে জাতীয় পতাকা ও বেলুন উড়িয়ে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ক্লাবের সহ-সভাপতি কামাল উদ্দিন আহমেদ, সভাপতি মোঃ মোজাম্মেল হক ও গভর্নিং বডির চেয়ারম্যান আলতাফ হোসেন বাচ্চু। এরপর একুশের শহীদদের প্রতি শ্রদ্ধা, ক্লাবের সাথে সংশ্লিষ্ট মরহুম সকলদের জন্য এক মিনিট নিরবতা পালনের পর শুরু হয় স্মৃতিচারণ ও আলোচনা অনুষ্ঠান। স্মৃতিচারণ করতে গিয়ে বক্তারা ক্লাবের অতীত ও বর্তমান বিভিন্ন কর্মকাÐ আলোকপাত করতে গিয়ে বলেন, নওজোয়ান ক্লাবের রয়েছে অনেক ঐতিহ্য। এ ক্লাবটি ফুটবল, এ্যাথলেটিক্স, ভলিবল, ব্যাডমিন্টন, হকি, হ্যান্ডবল ও অন্যান্য খেলাধুলা অদ্যাবধি নিয়মিতভাবে পালন করে আসছে। নওজোয়ান ক্লাবের হয়ে ফুটবল খেলে হয়েছেন অনেকে জাতীয় তারকা। খেলোয়াড় তৈরীর কারিগর আগ্রাবাদ নওজোয়ান ক্লাবের খেলোয়াড়রা প্র্যাকটিস করতো জাম্বুরী মাঠে। কিন্তু আজ সেই জাম্বুরী মাঠ পরিণত হয়েছে শিশু পার্কে, যা অত্যন্ত দুঃখজনক। বক্তারা ফুটবল খেলোয়াড়দের প্র্যাকটিসের মাঠ চাই এবং আগ্রাবাদ জাম্বুরী মাঠকে খেলার মাঠে পরিণত করার দাবি জানিয়েছেন সরকারের প্রতি। স্মৃতিচারণ ও আলোচনা অনুষ্ঠান শেষে চট্টগ্রামে কর্মরত ক্রীড়া সাংবাদিকদের সংবর্ধনা ও সম্মাননা দেয়া হয়। সন্ধ্যায় অতীতে ক্লাবের হয়ে যারা অবদান রেখেছেন তাদেরও সংবর্ধনা দেয় নওজোয়ান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ