সারা দেশে শুরু হয়েছে হেফাজতের কমিটি গঠনের কার্যক্রম
হেফাজতে ইসলাম-বাংলাদেশ বাংলাদেশের সর্ববৃহৎ অরাজনৈতিক সংগঠন। হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাইখুল হাদিস আল্লামা জুনাইদ বাবুনগরী দাঃবাঃ বিগত কাউন্সিলে সারা দেশের জেলা ও থানা, সিটি কর্পোরেশন,
ফরিদপুর জেলা সংবাদদাতা : ঢাকা-খুলনা মহাসড়কের নগরকান্দা উপজেলায় মাইক্রোবাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বৃষ্টি (৩) নামে এক শিশু নিহত হয়েছে।
আজ বুধবার সকালে উপজেলার কান্দী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ সময় অটোরিকশার আরো তিন যাত্রী আহত হয়েছেন। বৃষ্টি উপজেলার জিয়াকুলি গ্রামের নজরুল ইসলামের মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালে বৃষ্টিকে নিয়ে তার মা অটোরিকশাযোগে নগরকান্দা যাচ্ছিলেন। এ সময় দ্রুতগামী মাইক্রোবাসের সঙ্গে ওই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বৃষ্টি নিহত হয়।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন সরকার জানান, মাইক্রোবাসটি আটক করা হয়েছে।
চালক মনিরুল ইসলামকে এলাকাবাসী বেধড়ক মারধর করলে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।