Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সঙ্গীতেই প্রতিষ্ঠিত হতে চান সুমা

| প্রকাশের সময় : ৩ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

মুন্সী কামাল আতাতুর্ক মিসেল (চান্দিনা) : আয়েশা সিদ্দিকা সুমা এ প্রজন্মের একজন প্রতিশ্রুতিশীল সঙ্গীত শিল্পী। কুমিল্লার এ শিল্পী খুব অল্প সময়ে দর্শক প্রশংসিত হয়েছেন। স্কুল জীবন থেকে কুমিল্লায় সাংস্কৃতিক অঙ্গনের সঙ্গে যুক্ত তিনি। নাচ ও গানের প্রতিটি মাধ্যমেই পারদর্শী। জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় ২০০৫ ও ২০০৬ সালে রবীন্দ্র সঙ্গীতে প্রথম এবং চান্দিনায় অনুষ্ঠিত জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০০৬-এ দেশাত্মবোধক খ গ্রুপে প্রথম স্থান অর্জন করেছিল। এছাড়াও সুমা জেলা পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০০৫ জেলা শিল্পকলা একাডেমী রবীন্দ্র সঙ্গীতে প্রথম স্থান, জেলা পর্যায়ে জাতীয় শিশু পুরস্কার ২০০৬ বাংলাদেশ শিশু একাডেমী রবীন্দ্র সঙ্গীতে ও দেশাত্মবোধক খ-গ্রæপে প্রথম স্থান, ২০০৫ সালে লোকসঙ্গীতে এবং রবীন্দ্র সঙ্গীতে প্রথম স্থ্ান অর্জন করেন। সঙ্গীতে ইতোমধ্যে শ্রোতামহলে প্রশংসিত হয়েছেন সুমা। সঙ্গীত জগতে তার যাত্রা শুরু হয়েছিল ২০০০ সালে। সঙ্গীতেই নিজেকে প্রতিষ্ঠিত করতে চান। বড় বড় মঞ্চে কাজ করার লক্ষ্য নিয়ে তিনি এগিয়ে চলেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রতিষ্ঠিত


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ