Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

ডিএমএস-এর ব্যানারে মিলনের তুমি চলে গেলে

| প্রকাশের সময় : ৬ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

বিনোদন রিপোর্ট : ছোটবেলা থেকেই মোহাম্মদ মিলন স্বপ্ন দেখতেন একদিন শিল্পী হবেন। বাল্যকালেই বাবা মারা যাওয়ায় ভাটা পড়ে তাঁর স্বপ্নে। সংসারের হাল ধরতে গিয়ে স্বপ্নটা প্রায় হারাতেই বসেছিলেন তিনি। তবে আশা ছাড়েননি। কষ্ট করে একটি হারমোনিয়াম কেনেন। তারপর ওস্তাদের কাছে যাওয়া-আসা। ধীরে ধীরে গানটা আয়ত্তে চলে আসে মিলনের। তার গায়ক হওয়াতে সবচেয়ে বড় ভূমিকা রাখেন কন্ঠশিল্পী ইমরান মাহমুদুল। এই দুইজনকে অনেকেই গুরু-শিষ্য বলেই জানে। ২০১২ সালে প্রকাশিত মিক্সড অ্যালবাম ‘মনের ঠিকানা’য় ইমরানের সুর-সংগীতে নিজের প্রথম গান ‘সখী ভালোবাসা কারে কয়’ গাওয়ার সুযোগ পান মিলন। প্রকাশ পাওয়ার পরই শ্রোতাদের হৃদয় জয় করে গানটি। পাশাপাশি মিলনও। এরপর আর তাকে পেছন ফিরে তাকাতে হয়নি। একের পর এক জনপ্রিয় গান শ্রোতাদের উপহার দিয়েছেন। গানের সুরও করছেন নিয়মিত। দীর্ঘদিন পর মিলন ৮মার্চ আসছে মিলনের নতুন গান ও ভিডিও। গানের শিরোনাম ‘তুমি চলে গেলে’। গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। ‘কেন এভাবে তুমি চলে গেলে/ আমাকে ছেড়ে দূরে বহুদূরে।’ এমন কথার গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর করেছেন মিলন নিজেই। সঙ্গীতায়োজন করেছেন এমএমপি রনি। রাজধানীর বিভিন্ন লোকেশনে গানটির ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। স্যাড রোমান্টিক গল্পে মডেল হিসেবে দেখা যাবে ইমতু রাতিশ এবং তানিয়া বৃষ্টিকে। থাকবে মিলনের উপস্থিতিও। মিলন বলেন, প্রত্যেক শিল্পীর কাছেই তার প্রতিটা কাজ প্রিয়। আমার কাছেও তাই, তবে এই গানটি আমার কাছে অন্য এক অনুভূতির গান। গানটির কথা অসাধারণ। ভিডিওটিও দর্শকদের হৃদয় নাড়া দিয়ে যাবে বলে আমি মনে করি। ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) ৮মার্চ তাদের ইউটিউব চ্যানেলে গানটির ভিডিও প্রকাশ করবে। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাে জিপি মিউজিক, ইয়োন্ডার মিউজিক এবং বাংলালিংক ভাইবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ