Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

চীনা নাগরিকের ছিনতাইকৃত মালামাল আংশিক উদ্ধার

| প্রকাশের সময় : ৬ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো ও আনোয়ারা সংবাদদাতা: চট্টগ্রামের আনোয়ারায় কর্ণফুলী টানেল নির্মাণকাজে নিয়োজিত প্রকৌশলীসহ ছয় চীনা নাগরিকের ছিনতাইকৃত মালামালের আংশিক উদ্ধার হয়েছে। বাকি মালামাল উদ্ধার ও ছিনতাইকারীদের ধরতে অভিযান অব্যাহত আছে বলে জানান চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ ও ট্রাফিক) কুসুম দেওয়ান। তিনি বলেন অভিযান শেষে বিস্তারিত জানানো হবে। থানা সূত্র জানায় এই ঘটনায় জড়িত দুই জনকে পাকড়াও করা হয়েছে। তাদের নিয়ে অভিযান চলছে। আটক আহম্মেদ নুর কর্ণফুলী উপজেলার দক্ষিণ শাহমিরপুর ও নাহিদুর রহমান আনোয়ারা উপজেলার উত্তর বন্দর এলাকার বাসিন্দা বলে নিশ্চিত করেছে পুলিশ। বাকি আসামীদের ধরতে তাদের নাম পরিচয় গোপন রেখেছে পুলিশ। ইতোমধ্যে চীনা নাগরিকের কাছ থেকে ছিনতাই হওয়া দুটি মোবাইল সেট ওই দুইজনের কাছ থেকে উদ্ধার করে পুলিশ। শুক্রবার দুপুরে কাফকো এলাকায় টানেলে নির্মাণ কাজ তদারকিতে গিয়ে ছিনতাইয়ের শিকার হন ওই ছয় চীনা নাগরিক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ছিনতাই


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ