Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান রাষ্ট্রদ্রোহী মামলায় আদালতে হাজির

টাঙ্গাইল জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ মার্চ, ২০১৮, ২:৩০ পিএম | আপডেট : ৩:৪৭ পিএম, ৭ মার্চ, ২০১৮

হাজির হয়ে তার নিয়োজিত আইনজীবীর মাধ্যমে জামিন নামা দাখিল করেন। আদালতের বিচারক খালেদা ইয়াসমিন এ জামিন নামা গ্রহণ করেন।
গত ১২ ডিসেম্বর ২০১৭ সালে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুজ্জামান সোহেল বাদী হয়ে দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে টাঙ্গাইল সদর আমলী আদালতে রাষ্ট্রদ্রোহী মামলা দায়ের করেন। এ মামলার প্রক্ষিতে মাহমুদুর রহমান হাই কোট থেকে চলতি বছরের ৩০ জানুয়ারি আট সপ্তাহের জামিন লাভ করেন। এরই প্রেক্ষিতে তিনি টাঙ্গাইল চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন নামা দাখিল করেন।
এরআগে তিনি টাঙ্গাইল কোট চত্বরে পৌঁছালে জেলা বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাহমুদুর রহমান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ