Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

শর্ত সাপেক্ষে আত্মসমর্পণ করতে চান দাউদ ইব্রাহিম

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

ভারতের আন্ডারওয়ার্ল্ডের ডন দাউদ ইব্রাহিম শর্তসাপেক্ষে আত্মসমর্পণ করতে চান বলে দাবি করেছেন তার আইনজীবী শ্যাম কেসওয়ানি। কিন্তু আইনজীবীর এইদাবিকে সরকারি উকিল উজ্জ্বল নিকম দাউসের পুরানো স্টাইল বলে খারিজ করে দিয়েছেন। ভারতীয় গণম াধ্যমের খবর, কিছুদিন আগেই বিশিষ্ট আইনজীবী রাম জেটমালানিও দাবি করেছিলেন যে, দাউদ তাকে ভারতে এসে আত্মসমর্পণের কথা বলেছেন। কিন্তু দেশের নেতৃবৃন্দ এ নিয়ে কোনো ব্যবস্থা নেননি। প্রসঙ্গত, গত ২৫ বছর ধরে পলাতক দাউদ প্রতিবেশী পাকিস্তানে আশ্রয় নিয়েছে বলে দাবি করে আসছে ভারত। ১৯৯৩ সালের ১২ মার্চ মুম্বাইয়ে ১৩ জায়গায় সিরিজ বিস্ফোরণ হামলায় ৩৫০ জনের মৃত্যু হয়। এই হামলার পিছনে দাউদের হাত ছিল বলে ধারণা করা হয়। থানে আদালতের বাইরে মঙ্গলবার কেসওয়ানি জানিয়েছেন, আত্মসমর্পণের ব্যাপারে দাউদ যে শর্তগুলি রেখেছে তার মধ্যে একটি হল তাকে মুম্বাইয়ের উচ্চ নিরাপত্তা বেষ্টিত আর্থার রোড জেলে রাখতে হবে। এবিপি আনন্দ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ