Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

বার্সায় ইংলিশ খেলোয়াড়

| প্রকাশের সময় : ৯ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : ফুটবল বিশ্বায়নের এই যুগে কোন কিছুই নির্দিষ্ট গোন্ডিতে সীমাবদ্ধ নেই। বিশেষ করে ফুটবলাররা তো নয়-ই। এরপরও বার্সেলোনায় ইংলিশ ফুটবলারদের দেখা সাধারণত মেলে না। সর্বশেষ ১৯৮৯ সালে বার্সেলোনার হয়ে খেলেছিলেন ইংলিশ ফুটবলার গ্যারি লিনেকার। দীর্ঘ ২৯ বছর পর পরশু প্রথম কোন ইংলিশ খেলোয়াড় মাঠে নামিয়েছে বার্সেলোনা, কাতালান সুপার কাপে। ম্যাচে বদলী হিসেবে মাঠে নামেন গত জানুয়ারিতে আর্সেনাল ছেড়ে বার্সেলোনায় পাড়ি জমানো ১৯ বছর বয়সি ইংলিশ ফুটবলার মার্কাস ম্যাকগুয়ানে। ক্যাম্প ডি’এস্পোর্টস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি গোল শূন্য ড্র হবার পর টাইব্রেকারে ৪-২ গোলে জয় লাভ করে বার্সেলোনা। ম্যাচের ৭৭তম মিনিটে এ্যালেক্স ভিদালের বদলি হিসেবে মাঠে নামেন ম্যাকগুয়ানে। নিয়মিত একাদশের প্রায় সব খেলোয়াড়কেই এদিন বিশ্রাম দিয়েছিলেন কোচ আর্নেস্তো ভালভার্দে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খেলোয়াড়


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ