Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

প্রথম ডাকা ধর্মঘটে স্পেনের রাস্তায় নারীরা

| প্রকাশের সময় : ১০ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : স্পেনজুড়ে প্রথমবারের মতো ডাকা ‘নারীবাদী ধর্মঘটে’ একদিনের কর্মবিরতির ঘোষণা দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালন করছে নারীরা। লিঙ্গ বৈষম্য এবং নারী-পুরুষ অসমতার প্রতিবাদে নারীরা গত বৃহস্পতিবার নজিরবিহীন এ ধর্মঘটে যোগ দিয়েছে বলে জানিয়েছে বিবিসি। ‘এইট মার্চ কমিশন’ নামক আমব্রেলা সংগঠনের আয়োজিত ২৪ ঘন্টার এ ধর্মঘটে সমর্থন দিয়েছে ১০ টি ইউনিয়ন, মাদ্রিদ ও বার্সেলোনার মেয়রসহ উচ্চ পর্যায়ের নারী রাজনীতিবিদরাও। মাদ্রিদ, বার্সেলোনা, বিলবাও, ভালেন্সিয়া ছাড়াও স্পেনজুড়ে বিভিন্ন নগরীর ২শ’ টি স্থানে নারীরা রাস্তায় রাস্তায় সেøাগান দিয়ে মিছিলে নেমেছে। ধর্মঘটের উদ্যোক্তা এইট মার্চ কমিশনের ইশতেহারে যৌন নিপীড়ন, শোষণ এবং সহিংসতামুক্ত সমাজের দাবি জানানো হয়েছে। এতে বলা হয়, বাজে কর্মপরিবেশ আমরা মানি না। মানি না একই কাজের জন্য পুরুষের চেয়ে নারীর কম মজুরিও। স্পেনে গত বছরের আন্তর্জাতিক নারী দিবসে ছোটখাটো ধর্মঘট হলেও এবারই প্রথম দেশজুড়ে নারীদের সমন্বিত কর্মবিরতি পালিত হচ্ছে। এক জরিপে দেখা গেছে, ঘরে এবং কর্মক্ষেত্রে নারীদের প্রতি বৈষম্যের বিরুদ্ধে এ প্রতিবাদ কর্মসূচিতে ৮২ শতাংশ স্পেনীয় নাগরিকই সমর্থন জানিয়েছে। আর ৭৬ শতাংশ নাগরিকই মনে করে স্পেনে পুরুষের চেয়ে নারীরাই বেশি কঠিন জীবন পার করছে। দ্য গার্ডিয়ান পত্রিকায় দেওয়া এক হিসাবমতে, গত বছর স্পেনে ৪৯ জন নারী তাদের সঙ্গী বা সাবেক সঙ্গীর হাতে খুন হয়েছে। ২০১৬ সালে এ সংখ্যা ছিল ৪৪। সরকারি এক পরিসংখ্যানে দেখা গেছে, স্পেনে নারীদের বিরুদ্ধে সহিংসতার হার বাড়ছে। ২০১৫ সালে ১২৯,১৯৩ জন নারী সহিংসতার শিকার হয়েছে। ২০১৬ সালে এ সংখ্যা ছিল ১৪২,৮৯৩। গত বছরের পূর্ণাঙ্গ বার্ষিক পরিসংখ্যান পাওয়া যায়নি। তবে গতবছর সেপ্টেম্বর পর্যন্ত ১২৫,৭৬৯টি সহিংসতার ঘটনার রেকর্ড আছে। এছাড়া, গত বছর ইউরোপীয় কমিশনের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্পেনের নতুন এক গবেষণায় দেখা গেছে, দেশটিতে একই কাজের জন্য পুরুষের চেয়ে নারীরা ১২ দশমিক ৭ শতাংশ কম বেতন পান। নারী-পুরুষের মধ্যে এ আর্থিক অসমতা কমানো ছাড়াও বৃহস্পতিবারের নারী ধর্মঘটের আরেকটি উদ্দেশ্য হচ্ছে, ঘরের কাজেও নারীদের অবদান সম্পর্কে সচেতনতা সৃষ্টি। প্রতিদিন নারীদেরকে বাড়িতে কত কাজ করতে হয় তা বোঝাতে পুরুষদের হাতে কর্মভার ছেড়ে দেওয়া এবং এ সব কাজের স্বীকৃতির দাবি জানাচ্ছে নারীরা। বিশ্বজুড়ে আরো অনেক দেশেই নারী দিবসে একই ধরনের বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ধর্মঘট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ