Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

নাইজারে বোকো হারামের হামলায় ৬ সেনা নিহত

প্রকাশের সময় : ১ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : আফ্রিকার দেশ নাইজারে সশস্ত্র ইসলামপন্থী সংগঠন বোকো হারামের হামলায় দেশটির ৬ সেনা সদস্য নিহত হয়েছেন। নাইজারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি খবরটি নিশ্চিত করেছে। নাইজেরিয়া সংলগ্ন সীমান্ত এলাকার দিফা শহরের কাছে গত বুধবার সকালে ওই হামলা হয়। সে সময় ৬ সেনা সদস্য নিহত হওয়ার পাশাপাশি আরও তিন সেনা সদস্য আহত হন। দুই সপ্তাহ আগে ওই একই এলাকায় একটি সামরিক বহরের ওপর বোকো হারামের হামলা হয়েছিল। সে ঘটনায় এক সেনা সদস্যের মৃত্যু হয়। নাইজেরিয়া সীমান্ত সংলগ্ন ডিফা নামের একটি শহরের কাছে এই হামলা চালানো হয়। বোকো হারাম মূলত নাইজেরিয়াভিত্তিক সশস্ত্র সংগঠন হলেও তাদের মোকাবিলায় বিভিন্ন দেশের নিরাপত্তা বাহিনী কাজ করছে। নাইজারের সেনাবাহিনীও বোকো হারামবিরোধী অভিযান চালিয়ে থাকে। বোকো হারামের বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রতিবেশী দেশগুলোকে একই অবস্থানে নিয়ে আসতে পারায় পশ্চিমা বিশ্বে নাইজারের প্রেসিডেন্ট মাহামাদু ইসোফু বেশ সমাদৃত হয়ে থাকেন। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নাইজারে বোকো হারামের হামলায় ৬ সেনা নিহত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ