Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

চোখ থেকে বের হয়ে এল পিঁপড়া

| প্রকাশের সময় : ১১ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ১১ বছর বয়সী একটি মেয়ের চোখ থেকে মরা পিঁপড়া বের হওয়ার দৃশ্য দেখে ভারতের কর্নাটকের দক্ষিণী কন্নদা জেলার চিকিৎসকরা হতভম্ব হয়েছেন। মেয়েটির নাম আশ্বিনী। প্রথমে তার সমস্যা ছিল চোখে প্রচন্ড ব্যথা ও প্রদাহ। এরপর আশ্বিনীর বাবা-মা তার চোখে একটি মরা পিঁপড়া দেখতে পান। প্রথমে ঘটনাটিকে একদম পাত্তা দেননি আশ্বিনীর বাবা-মা। তারা ভেবেছিলেন, ঘুমের সময় কোনোভাবে হয়তো পিঁপড়াটি চোখে পড়েছিল। কিন্তু সমস্যা চলতেই থাকলে আশ্বিনীকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা বলেন, সম্ভবত আশ্বিনীর কান দিয়ে পিঁপড়াগুলো চোখের ভেতরে ঢুকে পড়েছে। এখন প্রতিদিনি পাঁচ থেকে ছয়টি করে পিঁপড়া পাওয়া যাছে তার চোখে। আর গত ১০ দিনে পাওয়া গেছে ৬০টি পিঁপড়া। টাইমস অব ইন্ডিয়া, দ্য সান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চোখ থেকে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ