Inqilab Logo

মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

রাজধানীতে কলেজ ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা থানায় জিডি

৭ মার্চে কলেজ ছাত্রীকে শ্লীলতাহানির ঘটনার রেশ কাটতে না কাটতেই আরেক ঘটনা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১২ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

 

৭ মার্চে কলেজ ছাত্রীকে শ্লীলতাহানীর ঘটনার রেশ কাটতে না কাটতেই রাজধানীর মৌচাক এলাকায় গতকাল এ ধরনের আরো একটি ঘটনা ঘটেছে।
থানায় সাধারন ডায়েরি (জিডি) করা হলেও জড়িতরা অধরা। রাজধানী মৌচাক সংলগ্ন আনারকলি মার্কেটে এক কলেজছাত্রীকে ডেকে নিয়ে মারধর ও শ্লীলতাহানির চেষ্টা করেছে বখাটেরা। এ ব্যাপারে গতকাল রোববার ছাত্রীর বাবা রমনা থানায় সাধারণ ডায়েরি করেছেন। পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রীকে তার বান্ধবী আনারকলি মার্কেটে হায়দার মোবাইলে ‘ইন্টারেস্টিং’ ছবি দেখানোর কথা বলে ডেকে নিয়ে যায়। সেখানে আগে থেকেই ওই কলেজের আরো ২ ছাত্রী ও ৩ বখাটে উপস্থিত ছিল। যাওয়া মাত্রই ওই বখাটেরা তাদের এক বান্ধবীর বয়ফ্রেন্ডের নামে বদনাম করার অভিযোগ তুলে তাকে মারধর শুরু করে। এসময় সে মোবাইলে ফোন করতে চাইলে বখাটেরা ৬ টি মোবাইল তার হাতে ধরিয়ে দিয়ে বলে, নে কত ফোন করবি কর। কোন বাপকে ডাকবি-ডাক। অত্র এলাকায় আমাদের মুখের উপর কথা বলার কেউ নাই। এক পর্যায়ে সেখান থেকে চলে আসতে উদ্যত হলে বখাটেরা পেছন থেকে তাকে টেনে ধরে। তারা ওই ছাত্রীর গালে, মাথায় পিঠে চর থাপ্পর দেয়। পরে দৌড়ে নিচে নেমে পুলিশকে ঘটনা জানালে পুলিশ সেখানে যাওয়ার আগেই বখাটেরা কেটে পড়ে। জিডির তদন্তকারী কর্মকর্তা এসআই জুলফিকার দৈনিক ইনকিলাবকে জানান, কোন গ্রেফতার নেই। কাউকে পাওয়া যাচ্ছে না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাজধানী

১৩ ডিসেম্বর, ২০২২
১৭ নভেম্বর, ২০২২
১১ অক্টোবর, ২০২২
২৮ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ