Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

বঙ্গবন্ধু দিয়েছে স্বাধীনতা ও শেখ হাসিনা দিয়েছে অর্থনৈতিক মুক্তি -বাণিজ্যমন্ত্রী

| প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

ভোলা জেলা সংবাদদাতা : বাংলাদেশের স্বাধীনতা দিয়েছে বঙ্গবন্ধু এবং অর্থনৈতিক মুক্তি দিয়েছে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সোমবার সকাল ১০টায় ভোলা এল জি ই ডি নির্বাহী প্রকৌশল অধিদপ্তরে আর আর এম পি-২ প্রকল্পের এল সি এস প্রকল্পের কর্মীদের মাঝে চেক বিতরন কালে বাংলাদেশ সরকারের বাণিজ্যমন্ত্রী আলহাজ তোফায়েল আহমেদ এম পি এসব কথা বলেন। নির্বাহী প্রকৌশলী মোঃ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দান কালে তিনি আরো বলেন আমরা প্রতিহিংসার রাজনিতি করিনা। আ›লীগ উন্নয়নের রাজনিতিতে বিশ্বাসি। তিনি বলেন ২০০৯ সালে আমরা যখন ক্ষমতায় আসি তখন দেশের দরিদ্রতা ছিল ৫৩ শতাংশ ২০১৮ তে হয়েছে ২২ শতাংশ এবং আমরা আবার ক্ষমতায় থাকলে ২০৩০ সালের মধ্যে তা ৩ শতাংশে নেমে আসবে। আ›লীগ সরকার ক্ষমতায় আসার পর মানুষের অনেক উন্নতি হয়েছে। পাকা রাস্তা দিয়ে হাটে সাকো নেই বললেই চলে। মন্ত্রী বলেন, আগামী নির্বাচন হবে সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অধীনেই। নির্বাচন কমিশন একটা নিরপেক্ষ নির্বাচন পরিচালনা করবে। সরকার শুধু রুটিন ওয়ার্কগুলো করবে। বিএনপি গত নির্বাচনে অংশগ্রহণ না করে যে ভুল করেছে সে ভুল যদি আবার করে তাহলে তারা নিশ্চিন্ন হয়ে যাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাণিজ্যমন্ত্রী

২৩ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ