Inqilab Logo

ঢাকা, মঙ্গলবার, ২০ মার্চ ২০১৮, ০৬ চৈত্র ১৪২৪, ১ রজব ১৪৩৯ হিজরী

এবার বড় বোনের জয়

| প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : ‘এখনো তার অনেক পথ যাওয়ার বাকি’- বড় বোনের কাছে হারের পর এর চেয়ে বড় প্রেরণার বাণী আর কি পেতে পারতেন সেরেনা উইলিয়ামস।
ইন্ডয়ান ওয়েলসের তৃতীয় রাইন্ডে সেরেনাকে ৬-৩, ৬-৪ গেমে হারান উইলিয়ামস বড় বোন ভেনাস। ২০১৪ সালের পর এই প্রথম ছোট বোনের বিপক্ষে জয় পেলেন বড় বোন। এর আগের মুখোমুখিতে ভেনাসকে হারিয়ে ২০১৭ অস্ট্রেলিয়ান ওপেন জেতেন সেরেনা। ‘অবশ্যই এটা সহজ ছিল না’, ম্যাচ শেষে বলেন ২৩ গ্র্যান্ড গ্ল্যামের মালিক।
উইলিয়ামস বোনদ্বয়ের লড়াই মাঠে বসে উপভোগ করেন দশ হাজারেরও বেশি দর্শক। সেই সারিতে ছিলেন বর্তমান নাম্বার ওয়ান সিমোনা হালেপও। শেষ ষোলয় ভেনাসের প্রতিপক্ষ লাটভিয়ার আনাস্তাসিয়া সেভাস্তোভা।

 


দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

এ সংক্রান্ত আরও খবর
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ