Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

জলঢাকায় চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা

১২ ইউপি সদস্যের পরিষদ বর্জন

| প্রকাশের সময় : ১৬ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

দিনাজপুর অফিস, জলঢাকা সংবাদদাতা : নীলফামারীর জলঢাকায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা ও বিভিন্ন অভিযোগ এনে পরিষদ বর্জন করেছেন ওই ইউনিয়নের ১২ সদস্য। উপজেলার কৈমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজাউল হক বাবুর বিরুদ্ধে লিখিত অনাস্থা প্রকাশ করেন তারা। সমপ্রতি ১২ ইউপি সদস্য স্বাক্ষরিত রেজিলেশন ইউপি চেয়ারম্যান বিরুদ্ধে ভুয়া প্রকল্প বাস্তবায়ন করে অর্থ আত্মসাৎ ও নারী সদস্যদের সাথে অশোভন আচরণ করেছেন মর্মে তার বিরুদ্ধে সর্বসম্মতিক্রমে অনাস্থা আনেন তারা। এই লক্ষে স্থানীয় সরকার, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দফতরে চেয়ারম্যান রেজাউল হক বাবুকে অপসারণের জন্য লিখিতভাবে অভিযোগ করেন ওই ১২ ইউপি সদস্য। এদিকে চেয়ারম্যান ও ইউপি সদস্যের সাথে দ্ব›দ্ব চরম আকার ধারণ করায় ইউনিয়ন পরিষদের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। সাধারণ মানুষ সেবা নিতে এসেও ফিরে যাচ্ছেন খালি হাতে। এ অবস্থা দীর্ঘদিনের। উপজেলা নির্বাহী কর্মকর্তা কয়েক দফা চেয়ারম্যান ও ইউপি সদস্যদের নিয়ে সমঝোতার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। এরই মধ্যে একটি অভিযোগ তদন্ত করেছে নির্বাহী কর্মকর্তার গঠিত তদন্ত টিম। কৈমারী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ঝড়িয়া চন্দ্র রায় বলেন, চেয়ারম্যান রেজাউল হক বাবুর স্বেচ্ছাচারিতায় আমরা ক্ষুব্ধ ও মর্মাহত। সে বিভিন্ন সময় সদস্যদের সাথে খারাপ আচরণ করে। আয়-ব্যয়ের কোনো হিসাবই আমাদের নিয়ে করেন না। তাই আমরা তার বিরুদ্ধে অনাস্থাসহ বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ করেছি। অভিযোগের বিষয়ে কৈমারী ইউপি চেয়ারম্যান রেজাউল হক বাবুর সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, ইউনিয়ন পরিষদে আসেন বক্তব্য দেবো। উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার রায় বলেন, একটি অভিযোগের প্রেক্ষিতে গঠিত তদন্ত টিমের মাধ্যমে তদন্ত করা হয়েছে। পর্যায়ক্রমে পরিষদের সকল সমস্যা নিরসনের চেষ্টা করব।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অনাস্থা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ