Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

চিঠিপত্র

| প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

ফুটবলে বাংলাদেশ পিছিয়ে কেন?
খেলা মানব জাতির প্রধান বিনোদন। খেলা পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া দুস্কর। পৃথিবীতে খেলার ধরণ গণনা করে শেষ করা যাবে না। তবে ফুটবল খেলা পৃথিবীর জনপ্রিয় খেলার মধ্যে একটি। ফুটবল খেলার জনপ্রিয়তা আকাশচুম্বি। সারা বিশ্বের মানুষ ফুটবল খেলাকে ভীষণভাবে পছন্দ করে। বাংলাদেশে ফুটবলের জনপ্রিয়তা ছিল লক্ষ করার মত। শিশু, বৃদ্ধ, যুবক, নারী সহ সকলেই ফুটবলকে অন্যরকম ভালোবাসতো। ফুটবল খেলা দেখার জন্য একসময় হাটে বাজারে ঢোল বাজিয়ে প্রচার চালানো হতো। সেই প্রচারণাতেই মাঠে অসংখ্য দর্শক সমাগম হতো। গ্রাম গঞ্জের সেই ফুটবল খেলার ঐতিহ্য আজ হারিয়ে যেতে বসেছে। এখন আর বসেনা ফুটবলের কোনো আসর। কারণ আমাদের বাংলাদেশ ফুটবলপ্রিয় দর্শকদের তেমন কিছুই দিতে পারেনি। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ ফুটবলের অবস্থান একেবারেই বাজে। বাংলাদেশ ফুটবল দলের এমন বাজে অবস্থানের কারণ হলো- বাংলাদেশ ক্রীড়া সংস্থা ফুটবলে তেমন নজর দেয় না। উদাসীন হয়ে দিন পার করছে ফুটবল ফেডারেশন। বাংলাদেশ কেন ফুটবলে এত পিছিয়ে থাকবে? কেনই বা ফুটবলের এই দৈন্যদশা? বাংলাদেশ যেখানে প্রতিটা ক্ষেত্রে লাফিয়ে লাফিয়ে উন্নত থেকে উন্নত হচ্ছে সেখানে ফুটবলকে পিছিয়ে রাখার প্রশ্নই আসেনা। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ ফুটবলের অবস্থানকে এগিয়ে নিতে সর্বাত্বক প্রচেষ্টা চালাতে হবে। নিয়মিত ফুটবল খেলার আসর দিয়ে বাংলাদেশ থেকে প্রতিভাবান খেলোয়ার বের করতে হবে। তাতেই তৈরী হবে শক্তিশালী একটি বাংলাদেশ ফুটবল টিম। আশা করি কর্তৃপক্ষ ফুটবলের দিকে সুনজর দিয়ে বাংলাদেশ ফুটবলকে আন্তর্জাতিক মানের একটি দলে পরিনত করবে।

আজিনুর রহমান লিমন
আছানধনী মিয়া পাড়া, চাপানী হাট
ডিমলা উপজেলা, নীলফামারী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন