ছাত্রীকে যৌন হয়রানি অভিযুক্ত সেই শিক্ষক বহিষ্কার
হাতিয়া উপজেলায় দশম শ্রেণীর এক ছাত্রী (১৬)কে যৌন হয়রানির ঘটনায় অভিযুক্ত শিক্ষক মনির উদ্দিনকে বহিষ্কার করেছে বুড়িরচর ইউনিয়নের আলী আহম্মেদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটি।
চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের টয়লেট থেকে পরিত্যক্ত অবস্থায় ৫০ পিস স্বর্ণবার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মকর্তারা। গতকাল (শনিবার) সকাল ১১টায় বিমানবন্দরে শুল্ক গোয়েন্দার নিয়মিত টহলের সময় স্বর্ণবারগুলো পাওয়া যায়। উদ্ধারকৃত স্বর্ণের বাজারমূল্য প্রায় আড়াই কোটি টাকা। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের চট্টগ্রাম কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আরিফুল ইসলাম জানান, শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা বিমানবন্দরে নিয়মিত টহল দেয়ার সময় গতকাল আন্তর্জাতিক রুটের যাত্রীদের টয়লেটে টেপ মোড়ানো অবস্থায় ৫০টি স্বর্ণবার পাওয়া যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।