Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

খাদেম রহমত হত্যায় জেএমবির ৭ সদস্যের মৃত্যুদণ্ড

রংপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০১৮, ২:৫৪ পিএম

রংপুরের কাউনিয়া উপজেলায় আওয়ামী লীগ নেতা ও মাজারের খাদেম রহমত আলী হত্যা মামলায় জেএমবির ৭ সদস্যের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ রোববার বিশেষ জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র রায় এ মামলার রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ড পাওয়া জেএমবি সদস্যরা হলেন- মাসুদ রানা, বিজয়, এছাহাক আলী, লিটন মিয়া, চান্দু মিয়া, সাখাওয়াত হোসেন ও সাদাত ওরফে রতন সরোয়ার।

রায়ে ৬ জনকে বেকসুর খালাস দেয়া হয়েছে। তারা হলেন- তৌফিকুল ইসলাম, আবু সাঈদ, রাজিব ওরফে আলমগীর, বাবুল আখতার, শাহাদত ও রাজিবুল ইসলাম ওরফে বাদল ও বাবুল আখতার।

বিশেষ জজ আদালতের বিশেষ পিপি অ্যাড রথিশ চন্দ্র ভৌমিক বাবুসোনা পরিবর্তন ডটকমকে এ তথ্য জানান।

২০১৫ সালের ১০ নভেম্বর জামায়াতুল মুজাহিদ বাংলাদেশ (জেএমবি)’র সদস্যরা খাদেম রহমত আলীকে গলাকেটে হত্যা করে।
এ ঘটনায় নিহতের ছেলে অ্যাডভোকেট শফিকুল ইসলাম বাদী হয়ে কাউনিয়া থানায় একটি মামলা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যুদণ্ড


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ