Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাফর ইকবালকে ছুরিকাঘাত : ফেরিওয়ালা সোহাগ ৭ দিনের রিমান্ডে

সিলেট অফিস | প্রকাশের সময় : ১৯ মার্চ, ২০১৮, ২:৫৯ পিএম

অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় সোহাগ নামে এক কাপড় ফেরিওয়ালাকে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার রাতে সিলেট নগরীর কালীবাড়ি এলাকা থেকে সোহাগকে আটক করা হয়। পরে সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে সিলেট মুখ্য মহানগর হাকিম বিচারক সাইফুজ্জামান হিরো তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আটক সোহাগ সুনামগঞ্জের ধীরাই উপজেলার উমেদনগর এলাকার সাদেকুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, জাফর ইকবালকে হামলাকারী ফয়জুলের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানিয়েছিলেন সোহাগ তাকে জঙ্গিবাদী কাজে উদ্বুদ্ধ করেছেন। পরে রোববার সোহাগকে আটক করা হয়।

সোমবার সোহাগকে আদালতে হাজির করেন জালালাবাদ থানার ওসি এবং মামলার তদন্তকারী ওসি শফিকুল ইসলাম ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। শুনানি শেষে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাফর ইকবাল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ