Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

মেয়ে জন্মালে উৎসবে মেতে ওঠে তারা....

| প্রকাশের সময় : ২১ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সাম্প্রতিক বিশ্ব সমাজে কন্যাসন্তান জন্মালে অনেক পরিবারকে দেখা যায় হতাশা ব্যক্ত করতে। কিন্তু এর ব্যতিক্রমও দেখা যায়। ভারতের মধ্যপ্রদেশের বাঞ্ছদা সমপ্রদায়ের ক্ষেত্রে ঘটনাটি ঠিক উল্টো। মেয়েশিশু জন্মালেই বরং তারা উৎসবে মেতে ওঠে। তবে মেয়েসন্তান জন্মালে কেন তারা এত খুশি হন, তার কারণ শুনলে আঁতকে উঠতে হয়। এবিপি’র এক প্রতিবেদনে বলা হয়েছে, এ সমপ্রদায়ের নারীরা দেহব্যবসার সঙ্গে যুক্ত। তাই কন্যাসন্তান জন্মালে সংসারে তাদের আয়ের পথ সুগম হয়। এ জন্যই উল্লাসে মেতে ওঠেন তারা। মেয়েটি যত বড় হয়, তার পরিবারই তাকে আস্তে আস্তে এ পেশার জন্য শিক্ষা দিতে থাকে। মধ্যপ্রদেশের রতলাম, মান্ডসৌর আর নিমাছ অঞ্চলে এ সমপ্রদায়ের লোক বাস করেন। সংসার চালানোর জন্য বংশ পরম্পরায় মেয়েরা চলে আসেন যৌন পেশায়। পরিবারের পুরুষরা, বেশিরভাগ ক্ষেত্রেই এ নারীদের উপার্জনের ওপরই নির্ভরশীল। জনগণনার রিপোর্ট বলছে, তিন জেলাজুড়ে ৭৫ গ্রামে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে এ সমপ্রদায়। এর মধ্যে নারীদের সংখ্যা ৬৫ শতাংশ। এবিপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উৎসব

২২ ডিসেম্বর, ২০২২
১৭ নভেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ