Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

রিয়াদে বাংলাদেশ কলেজের অধ্যাপক শওকত সংবর্ধিত

| প্রকাশের সময় : ২১ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : সউদি আরবের রাজধানী রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের সহকারি অধ্যাপক মোঃ শওকত হোসেনের প্রাণঢালা বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। গত ১৫ মার্চ শিক্ষক মিলনায়তনে আয়োজিত এ সংবর্ধনায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ বদরুল আলম। বিশিষ্ট মুক্তিযোদ্ধা চট্টগ্রামের প্রবাসী এই শিক্ষাবিদ, সাহিত্যিক এ প্রতিষ্ঠানে দীর্ঘ ২৪ বছর অধ্যাপনা করেন। তার সাম্প্রতিক অসুস্থতার কারণে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের বাংলা শাখা থেকে স্বেচ্ছায় বিদায় নেন। সংবর্ধনায় সহকর্মীরা তার সুচিকিৎসা ও আশু সুস্থতা কামনা করেন। বক্তব্যে অধ্যাপক শওকত বলেন, শিক্ষকতার মহৎ পেশায় জীবনের উজ্জ্বল দিনগুলো উৎসর্গ করেছি। এতে আরও বক্তব্য রাখেন সহকারি অধ্যাপক শেখ শহীদুল ইসলাম, আফজাল হোসেন, মাহাবুবুর রহমান, খাদেম হোসেন, সানজিদা বেগম প্রমুখ। অনুষ্ঠানে তাকে মানপত্র প্রদান করা হয়। বর্তমানে তিনি ঢাকায় বারডেম-এ বিশেষজ্ঞ চিকিৎসকের তত্তাবধানে রয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংবর্ধিত

১ এপ্রিল, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ