Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহাকাব্য-উপন্যাস অমৃত রসে মৃগতৃষ্ণা প্রেমে

| প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

সাম্প্রতিক বছরগুলোতে একুশের বইমেলায় প্রায় চার-পাঁচ হাজার নতুন বই প্রকাশিত হচ্ছে। এসব গ্রন্থের এক বড় অংশই নতুন ও নবীণ কবিদের অনুল্লেখযোগ্য রচনা। কবিতার বইয়ের বাইরে শত শত উপন্যাস, ছোটগল্প, প্রবন্ধ, ছড়া, বৈজ্ঞানিক কল্পকাহিনী, শিশুতোষ সাহিত্য, ভ্রমণ বিষয়ক ও অণুবাদ সাহিত্য থাকে। তবে মহাকাব্য যে কোন ভাষার অমূল্য সম্পদ ও বিরল ঘটনা। এবারের একুশে গ্রন্থমেলার শেষদিনে তেমনই এক বিরল প্রকাশনার নজির স্থাপিত হয়েছে। আন্তর্জাতিক মানসম্পন্ন সৃষ্টিশীল প্রকাশনা সংস্থা এটলাস পাবশিং হাউজের অন্যতম কর্ণধার প্রাকৃতজ শামিম রুমি টিটন ইতিমধ্যেই বহুমুখী প্রতিভার স্বাক্ষর রেখেছেন। তাঁর লেখা ‘অমৃত রসে মৃগতৃষ্ণা প্রেমে’ এবারের একুশের গ্রন্থমেলার শেষ মুহুর্তের বিশেষ চমক হিসেবে আবির্ভূত হয়েছে। লেখক এর নাম দিয়েছেন মহাকাব্য-উপন্যাস। এই মহাকাবোপন্যাসের মূল উপজীব্য, মানবীয় প্রেম ও আধ্যাত্মবোধ। সাম্প্রতিক বাংলাসাহিত্যের প্রকাশনায় নি:সন্দেহে এ এক ব্যতিক্রমীূ সংযোজন। প্রথমত: মহাকাব্য যে ভাষায় একটি বিরলপ্রজ সৃষ্টি। হাজার বছরে সমগ্র বিশ্বসাহিত্যে সার্থক মহাকাব্যের সংখ্যা এক ডজনের বেশী নয়। বিশ্বসাহিত্যে গ্রীক পুরাণ অবলম্বনে লেখা প্রাচীন মহাকাব্যগুলোর কথা বাদ দিলেও মাইকেল মধূসুদনের মেঘনাধবধ থেকে, নবীন চন্দ্র সেনের ত্রয়ী মহাকাব্য, কায়কোবাদের মহশ্মশান, সৈয়দ ইসমাইল হোসেন সিরাজীর স্পেন বিজয় কাব্য পর্যন্ত বাংলা সাহিত্যে যে দশ-বারোটি মহাকাব্য প্রকাশিত হয়েছে তার সবই হিন্দু পুরাণ ও ঐতিহাসিক ঘটনাবলী নির্ভর সাহিত্য। প্রাকৃতজ শামিম রুমির মহাকাব্য -উপন্যাসকে সে ধারায় ফেলা যাচ্ছেনা। তার কাব্যোপন্যাসে মানবিক প্রেমের আখ্যান এবং আধ্যাত্মিক চেতনার এক বিমূর্ত বহি:প্রকাশ ঘটলেও কোন বিশেষ ধর্ম বা ঐতিহাসিক ঘটনার সুনির্দ্দিষ্ট বিবরণ এখানে নেই। তবে প্রকাশনা শৌকর্যে এটি অনন্য। সোয়া দুইশ পৃষ্ঠার এই গ্রন্থের অসাধারণ প্রচ্ছদ থেকে শুরু করে প্রতিটি পৃষ্ঠায় রয়েছে শিল্লীর সৃজনশীলতা এবং উচ্চমানসম্পন্ন্ আধুনিক প্রকাশনা প্রযুক্তির উজ্জ্বল কারুকাজ। মোটা আর্ট পেপারে ছয়রঙ্গা শৈল্পিক অলংকরণে মন্ডিত এক খন্ডের সাথে আরেকটি সুলভ সংস্করণসহ দুই খন্ডের এই মহাকাব্য-উপন্যাসের বহুবর্নিল প্রচ্ছদ অঙ্কিত বক্সটিও দর্শনীয়, সংগ্রহে রাখবার মত। সোয়া দুইশ পৃষ্ঠার মূল গ্রন্থটির মূল্য রাখা হয়েছে ৮৩৫ টাকা। আর সুলভ সংস্করণের মূল্য ৬০০ টাকা। সৃজনশীল প্রকাশনার অন্যতম পথিকৃত দি ইউনিভার্সেল একাডেমী গ্রন্থটির একমাত্র পরিবেশক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছে। সাম্প্রতিক বাংলা সাহিত্যের এই অনন্য সংযোজন মহাকাব্য-উপন্যাস অমৃত রসে মৃগতৃষ্ণা প্রেমে’র বহুল প্রচার দাবী রাখে। প্রকাশনায় বহুমুখী প্রতিভা ও অনন্য কৃতিত্বের জন্য কবি প্রাকৃতজ শামিমরুমি টিটনকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
জামালউদ্দিন বারী



 

Show all comments
  • Ifty ১২ এপ্রিল, ২০১৮, ১২:২৩ এএম says : 0
    I hope the writer and critic eat edible food. Thanks.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন