প্রশ্ন : অনেকেই বাচ্চাদের মসজিদে নিয়ে যাই। সবাই যখন নামাজে দাঁড়িয়ে যায়, বাচ্চারা তখন নামাজের সামনে দিয়ে চলাফেরা করে, সেজদার জায়গায় বসে থাকে। কত বৎসর হলে বাচ্চাদের মসজিদে আনা যাবে? শুনেছিলাম,৭ বৎসর না হলে বাচ্চাদের মসজিদে আনা নিষেধ। সঠিক মাসআলা জানতে চাই।
উত্তর : যেসব শিশু নিজের পেশাব পায়খানা, চলাফেরা, আচরণ বিষয়ে এখনও সচেতন হয়নি, তাদের মসজিদে না আনাই ভালো। যে বয়সে গুরুত্বপূর্ণ অফিসে, হসপিটালে শিশুদের নেওয়া