ঢাকা সাব এডিটরস কাউন্সিলের নির্বাচন ২৪ জানুয়ারি

ঢাকা সাব এডিটরস কাউন্সিলের নির্বাচন পূর্বঘোষিত ১৬ জানুয়ারির পরিবর্তে ২৪ জানুয়ারি রবিবার অনুষ্ঠিত হবে।নির্বাচনে সভাপতি
রাজধানীর শাহবাগ মোড়ে পণ্যবাহী ট্রাকের ধাক্কায় দারুস সালাম ট্রাফিক জোনের সহকারী কমিশনার (এসি) সাইফুল আলম ও তার গাড়ি চালক গুরুতর আহত হয়েছেন। আজ সোমবার সকালে শাহবাগ মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়েছে।
পুলিশের সূত্রে জানা গেছে, এসি সাইফুল ইসলাম পুলিশের গাড়িতে করে দারুস সালাম থানায় যাচ্ছিলেন। শাহবাগ মোড়ে পৌঁছালে একটি পণ্যবাহী ট্রাক গাড়িটিকে ধাক্কা দেয়। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে এসি ও গাড়ি চালক গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বর্তমানে তারা রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।